পুবের কলম ওয়েব ডেস্ক : একটা সময় দলকে সাফল্যের সঙ্গে নেতৃত্ব দিলেও, এখন ব্যাটন ইয়ন মর্গ্যানের হাতে। নেতূত্ব হারালেও দিনেশ কার্তিক এখনও কলকাতা নাইট রাইডার্সের ঘরের ছেলে। নাইট শিবিরে থাকার সুবাদে তিনি খুব কাছ থেকে কেকেআর মালিক শাহরুখ খানকে দেখেছেন। শাহরুখের ম্যান ম্যানেজমেন্ট স্কিল, সকলের সঙ্গে মিশে যাওয়ার দক্ষতা, ক্রিকেটারদের ভালো মন্দ নিয়েও ভাবতেন তিনি। তাঁর এই সজাগ দৃষ্টির প্রশংসা আগেও ক্রিকেটারদের মুখে শোনা গিয়েছে।এবার সেই তালিকায় নাম লেখালেন নাইটদের প্রাক্তন অধিনায়ক দীনেশ কার্তিক। সম্প্রতি এক সাক্ষাৎকারে কার্তিক বলেন, ‘শাহরুখের মতো বড় মনের মানুষ খুব কমই আছে। ওদের মতো মানুষের আরও প্রয়োজন। আমার একটি ব্যক্তিগত সমস্যার জন্য সে চেন্নাই থেকে দুবাইয়ে প্রাইভেট জেট পাঠিয়েছিল। সম্পূর্ণ নিজের খরচে। শাহরুখ খুব সৎ হৃদয়ের। উনি সবার খোঁজখবর রাখে। জানি না আইপিএলে ক’টা ফ্র্যাঞ্চাইজি এমন উদারতা দেখাতে পারবে।’