দেবশ্রী মজুমদার, শান্তিনিকেতন: ফি বৃদ্ধি সহ পড়ুয়া শিক্ষা কর্মী, অধ্যাপকের বিরুদ্ধে সাসপেনশন প্রত্যাহারের দাবিতে বিশ্বভারতীতে রিলে অবস্থান বিক্ষোভ এসএফআই ছাত্র সংগঠনের। সোমবার সাসপেনশন ও ফি বৃদ্ধি ছাড়াও বর্তমানে যতগুলো ছাত্র, শিক্ষা কর্মী ও অধ্যাপক বিরোধী পদক্ষেপ নেওয়া হয়েছে তা প্রত্যাহারের দাবিতে বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ের ‘বলাকা’ গেটের সামনে রিলে অবস্থান বিক্ষোভে বসে ছাত্র সংগঠন।
সেখানে শামিল হয়েছে ভারতের এসএফআই ছাত্র সংগঠন সাধারণ সম্পাদক ময়ুখ বিশ্বাস ও বীরভূম জেলার এসএফআই নেতৃত্ব ও বিশ্বভারতীর এসএফআই ছাত্র সংগঠন।
উল্লেখ্য, চলতি বছরের চোদ্দ জানুয়ারি বিশ্বভারতীর তিন পড়ুয়া সোমনাথ সাউ, ফাল্গুনী পান এবং রূপা চক্রবর্তীকে সাসপেণ্ড করে বিশ্বভারতী কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল অর্থনীতি বিভাগের রুমের সিল তালা ভেঙে ভেতরে ঢোকা।
শিক্ষাঙ্গন রাজনৈতিক মুক্ত করণে উপাচার্যের পদত্যাগের দাবি জানান তারা। সারা ভারত এসএফআই ছাত্র সংগঠন নেতৃত্ব ময়ুখ বিশ্বাস বলেন, দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় বিদ্যালয়ে উপাচার্য রাজনৈতিক করণের মাধ্যমে ছাত্র ছাত্রী সহ আধ্যপকদের বিরুদ্ধে অগণতান্ত্রিক পদ্ধতিতে পদক্ষেপ নিয়ে চলেছে। এছাড়াও এখন গোটা দেশ জুড়ে অর্থিক অনটনের সময় হঠাৎ করে পিএইচডি ও এমফিল দের অত্যধিক মাত্রাতে ফি বৃদ্ধি।
এই সমস্ত ঘটনা জন্য উপাচার্য বিরুদ্ধে সরব হয়ে এসএফআই ছাত্র সংগঠন লাগাতার অবস্থান বিক্ষোভ শুরু করতে চলেছে। যদি উপাচার্য বিশ্বভারতীর ছাত্র-ছাত্রীদের সুবিধা স্বার্থে ফি ও সাসপেন্ড প্রত্যাহার না করে, এই আন্দোলন বৃদ্ধি পাবে।
বিশ্বভারতীর সাধারণ ছাত্র ছাত্রীরা এসএফআইয়ের আন্দোলন কে সমর্থন করেছে, বলে জানা গেছে। তবে শুরুর দিকে আজও বিশ্বভারতীর নিরাপত্তা রক্ষীদের সাথে বচসা হয় অবস্থান বিক্ষোভের সময় গেটে ফেস্টুন ব্যানার লাগানোকে কেন্দ্র করে। এব্যাপারে বিশ্বভারতীর কর্তৃপক্ষের তরফ কোন প্রতিক্রিয়া পাওয়া সম্ভব হয় নি।