পুবের কলম, ওয়েবডেস্ক: ধারাবাহিক ধর্ষণকাণ্ডে দোষী সাব্যস্ত বিজেপির আন্তর্জাতিক প্রধান বলেশ ধনখড়। সিডনির জেলা আদালতে এই মামলার শুনানি চলছিল। এই কাণ্ডে বলেশ ধনখড়কে দোষী সাব্যস্ত করেছে আদালত। জানা গেছে, রাজনৈতিকভাবে প্রভাবশালী এই বলেশ ধনখড়। বিভিন্ন রাজনৈতিক নেতাদের পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও তার সখ্যতা রয়েছে। বলেশের বিরুদ্ধে পাঁচজন কোরিয়ান মহিলাকে মিথ্যার জালে ফাঁসিয়ে মাদক দিয়ে আচ্ছন্ন করে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হয়। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে বিজেপির ওভারসিজ ফ্রেন্ডস-এর প্রধান বলেশ ধনখড়।
আদালত, বলেশ ধনখড়কে দোষী সাব্যস্ত করে, ‘নৃশংস ধর্ষণকারী’ বলে আখ্যা দিয়েছে। ধনখড়ের ওয়েবসাইটে নিউসাউথ ওয়েলস-অস্ট্রেলিয়া (এনএসডাব্লিউ), সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির সঙ্গে তার ছবি রয়েছে। সেই অনুষ্ঠানে বক্তব্য রাখতে দেখা যায় বলেশ ধনখড়কে।
উল্লেখ্য, ২০১৮ সালে পুলিশ মহিলাদের সঙ্গে ধনখড়ের একাধিক ভিডিয়ো খুঁজে পেয়েছে। সেখানে বুক মার্ক করে কোরিয়ান মহিলাদের নাম ফোল্ডারে সংরক্ষিত করে রাখা হয়েছে।