পুবের কলম প্রতিবেদকঃ আগামী ১২ সেপ্টেম্বর সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা নিট পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। সোমবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানান, ১২ সেপ্টেম্বর এই পরীক্ষার আয়োজন করা হচ্ছে। আজ, মঙ্গলবার ৫টা থেকে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। এদিন টু্ইটারে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী জানান, ২০২১ সালের ১২ তারিখ পরীক্ষা হবে। কোভিড বিধি মেনেই পরীক্ষা হবে। পরীক্ষা কেন্দ্রের সংখ্যাও বাড়ানো হচ্ছে। ১৫৫ টি শহরে পরীক্ষা কেন্দ্র করা হয়েছিল। তা বাড়িয়ে করা হয়েছে ১৯৮ টি শহরে পরীক্ষা সেন্টার। ১৩ টি ভাষায় পরীক্ষা হবে। গত বছর পরীক্ষা কেন্দ্র ছিল ৩ হাজার ৮৬২টি। এবার সেই সংখ্যাটি বাড়বে বলে জানান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী।
উল্লেখ্য, এ বছর নিট পরীক্ষার দিনক্ষণ ঠিক হয়েছিল ১ আগস্ট। নির্ধারিত ওই দিনে পরীক্ষা হচ্ছে না বলে গত শনিবার জানায় ন্যাশনাল টেস্টিং এজেন্সি (নটি)। করোনা পরিস্থিতির কারণে গত বছরও পরীক্ষা পিছিয়ে ১৩ সেপ্টেম্বর করা হয়েছিল। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে দিনক্ষণ ঠিক করা হয়েছে বলে জানিয়েছে এনটি। nta.nic.in / neet.nta.nic.in. এই ওয়েবসাইটে বিস্তারিত তথ্য জানা যাবে।