হাবিব তানভীর: মাত্র ২১ বছর বয়সে চারটি ইংরেজি ভাষায় বই লিখে খ্যাতি অর্জন করেছে সেলিম পন্ডিত। অভাব-অনটন নিত্যদিনের সঙ্গী ছিল। হাজার প্রতিকূলতাকে অতিক্রম করে ইংরেজি ভাষায় চারটি বই লেখেন সেলিম পন্ডিত। ২০০১ সালে বীরভূমের লোহাপুরে তাঁর জন্ম হয়। পৈতৃক ভিটে মুর্শিদাবাদ জেলার সাগরদিঘী ব্লকের বেলাইপাড়া গ্রামে। ছোট থেকেই সেখানেই বেড়ে ওঠা। বর্তমানে সে রামপুরহাট কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।
তার বই শুধু ভারতে নয়, সারা বিশ্বে নজর কেড়েছে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, ইউনাইটেড স্টেট , ইউনাইটেড কিংডম, ফ্রান্স, ইতালি ইত্যাদি। ভারতবর্ষ ছাড়া আরও ৬৪ টি দেশে তার লেখা বই উপলব্ধ রয়েছে। ফ্লিপকার্ট ,আমাজনের মত সাইটে তার বই রেটিং করে নিয়েছে।
এছাড়া তার তার লেখা সোশ্যাল ডিস্ক্রিমিনেশন বইটি ইন্টারন্যাশনাল লাইব্রেরী ওয়ার্ল্ডক্যাট নামক একটি ওয়েবসাইটে পাবলিশ হয়েছে। তার লেখা ব্রোকেন হার্ট এক্সপেরিয়েন্স, হেভেনলি লাভ ,সোশ্যাল ডিসক্রিমিনেশন ,আন্তর্জাতিক স্তরে প্রকাশিত হয়েছে। একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান হয়েও নিজের জেদ ও অদম্য ইচ্ছা কে কাজে লাগিয়ে আন্তর্জাতিক স্তরে বই লিখেছেন এটি হয়তো সকল শ্রেণীর মানুষের কাছে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। তাঁর বই গুলোর মাধ্যমে বৈষম্য দূরীকরণ ও সমাজকে সচেতন মূলক বার্তা দেওয়ার মত বিষয় গুলি উঠে এসেছে।