পুবের কলম ওয়েবডেস্কঃ করোনায় মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য দিতেই হবে। বুধবার এমনটাই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই মর্মে কেন্দ্রীয় সরকারকে নির্দেশও দিয়েছে দেশের শীর্ষ আদালত। করোনা মহামারীর দাপটে বিদ্ধস্ত গোটা দেশ। দ্বিতীয় ওভেয়ের জেরে নজিরবিহীন সংক্রমণের পাশাপাশি দেখা দিয়েছে মৃত্যু মিছিল। অক্সিজেনের অপ্রতুলতার পাশাপাশি দেখা দিয়েছে কোভিড হাসপাতাল গুলিতে শয্যার আকাল। এর
উল্লেখ্য করোনায় মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য এবং সঠিক পলিসি মেনে ডেথ সার্টিফিকেট ইস্যু নিয়ে সুপ্রিম কোর্টে দুটি পৃথক মামলা হয়।তারপরেই দেশে যারা কপাশাপাশি এই মুহুর্তে রয়েছে তৃতীয় ওয়েভের আতঙ্ক।
এহেন পরিস্থিতিতে আজ বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতি অশোক ভূষণের তিন সদস্যের বেঞ্চ স্পষ্ট নির্দেশ দিয়েছে করোনায় মৃতদের আর্থিক সাহায্য দিতেই হবে। এই মর্মে সরকারকে সুস্পষ্ট নির্দেশিকা তৈরির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আগামী ছয় মাসের মধ্যে করোনায় মৃতরা কি পরিমান আর্থিক ক্ষতিপূরণ পাবেন তা নির্ধারিত করতে হবে।
রোনায় পরিজনদের হারিয়েছেন তাঁদের পরিবারকে চারলক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। কিন্তু মহামারী আবহে বিপুল আর্থিক ঘাটতির জন্য এই পরিমান টাকা দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছিল কেন্দ্র।