পুবের কলম, ওয়েবডেস্ক: নামায চলাকালীন সব ধরনের দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠান খোলা রাখার অনুমতি দিয়ে নোটিশ জারি করেছে ফেডারেশন অফ সউদি চেম্বার্স। সউদি চেম্বার্স জানিয়েছে, দৈনিক বরাদ্দ কর্মঘণ্টা ছাড়াও নামায চলাকালীনও দেশের সমস্ত দোকান ও যাবতীয় অর্থনৈতিক পরিষেবা চালু থাকবে। এই নির্দেশনার মাধ্যমে সউদি আরবের বহু প্রাচীন রীতি বদলে গেল। এতদিন পর্যন্ত নামাযের ওয়াক্তে সউদির সমস্ত দোকান ও ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ রাখার নিয়ম ছিল। সউদি সরকার জানিয়েছে, কোভিড সংক্রমণ কমিয়ে আনতে এবং দোকানদার ও গ্রাহকদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সউদির সরকারি আধিকারিকদের দাবি, এই পদক্ষেপ বাজারে কেনাকাটার প্রক্রিয়াকে আরও মসৃণ করবে, গ্রাহকদের ভালো পরিষেবা দিতে পারবেন বিক্রেতারা।
নামাযের সময়ে অর্থনৈতিক কর্মকাণ্ড চালু রাখার সিদ্ধান্তের আগে এ বিষয়ে ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা করেছে সউদি সরকার। যে সার্কুলার জারি হয়েছে তাতে লেখা, ’আশা করি আপনারা কর্ম সময়ে দোকানপাট খোলা রেখে গ্রাহকদের পরিষেবা দেবেন।’ তবে কোনও কর্মী বা গ্রাহকের যাতে নামায আদায়ে অসুবিধা না হয় সেদিকে নজর রেখেছে সরকার। ব্যবসায়িক সংস্থাগুলোকে নির্দেশ দিয়ে বলা হয়, নামাযের সুবিধার্থে দোকানের কর্মীদের ঘুরিয়ে ফিরিয়ে রাখতে হবে, এবং গ্রাহকদেরও নামাযের জন্য ব্যবস্থা করে দিতে হবে।’