পুবের কলম, ওয়েবডেস্কঃ মহামারি করোনার প্রাদুর্ভাবের কারণে নির্ধারিত সংখ্যক ধর্মপ্রাণ মুসলিমকে হজে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে। ইতিমধ্যে হজের কার্যক্রম পুরোপুরি শুরু হয়ে গেছে। তবে হজ ও ওমরাহ কর্তৃপক্ষ আগামী ১৭ ও ১৮ জুলাই হজে অংশগ্রহণকারীদের গ্রহণ করাসহ বিভিন্ন সুবিধার কথা জানিয়েছেন। সৌদি আরবের বিভিন্ন সংবাদমাধ্যমে তা প্রকাশিত হচ্ছে নিয়মিত।
এবারের হজের জন্য স্মার্ট কার্ড চালু করেছে সৌদি আরব। এ স্মার্ট হজ কার্ডে সকল ধরনের পরিষেবার ব্যবস্থা করা হয়েছে। যার মধ্যে আছে হজ ক্যাম্পে প্রবেশ, গণপরিবহন ব্যবহার, হোটেলে প্রবেশ ও এটিএম কার্ডের মাধ্যমে অর্থ প্রদানের মতো বিষয়গুলো। এই স্মার্ট হজ কার্ডের মাধ্যমে হারিয়ে যাওয়া হজযাত্রীকেও খুঁজে বের করা যাবে। এছাড়া হজ ক্যাম্পে প্রবেশ, জমায়েতের সময় ও গণপরিবহনে যাতায়ত নিয়ন্ত্রণ করা যাবে। মক্কা আল-মুকার্রমার গভর্নর ও কেন্দ্রীয় হজ কমিটির চেয়ারম্যান প্রিন্স খালেদ আল-ফয়সালের উপস্থিতিতে এ কার্ডটি উদ্বোধন করা হয়।
আগামী ১৯ জুলাই আরাফাতের ময়দানে উপস্থিত হওয়ার মাধ্যমে পবিত্র হজ পালন করবেন এবারের অংশগ্রহণকারীরা। হজে অংশগ্রহণকারীদের জন্য ব্যাপক নিরাপত্তা ও সুযোগ-সুবিধা দেবে হজ ও ওমরাহ কর্তৃপক্ষ।
এছাড়া মক্কার গভর্নর সুমাইসিতে নিরাপত্তা নিয়ন্ত্রণ কেন্দ্র নামের এক প্রকল্প উদ্বোধন করেছেন। এ নিরাপত্তা নিয়ন্ত্রণ কেন্দ্রটি ১.৬ মিলিয়ন স্কোয়ার মিটার এলাকা নিয়ে বিস্তৃত। এ নিরাপত্তা নিয়ন্ত্রণ কেন্দ্র থেকেই স্মার্ট হজ কার্ড প্রদান করা হবে। এ স্মার্ট হজ কার্ডটি হজযাত্রীদের সফরের সময় তাদের প্রদান করা হবে। ওই কার্ডের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে হজের অনুমতি দেওয়া হবে আর হজ যাত্রীকে সার্বিক পরিষেবা প্রদান করা হবে।