পুবের কলম ওয়েবডেস্ক : সউদি আরবে সীমান্তরক্ষী বাহিনীতে যোগদানের সুযোগ পাচ্ছেন দেশটির নারীরা। এ লক্ষ্যে শুরু হয়েছে আবেদনের প্রক্রিয়া।সউদি আরবের সংবাদমাধ্যম আরব নিউজে বলা হয়, সীমান্তরক্ষী বাহিনীতে যোগদানের জন্য শনিবার থেকে নারীরা আবেদন করতে পারবেন। আবেদনের সুযোগ থাকবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত।
২০২১ সালের ফেব্রুয়ারিতে সউদির প্রতিরক্ষা মন্ত্রণালয় নারী-পুরুষ উভয়ের জন্য সশস্ত্র বাহিনীতে যোগ দেওয়ার সুযোগ তৈরি করে। সৌদি আরবের সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীসহ কৌশলগত ক্ষেপণাস্ত্র ও সশস্ত্র মেডিকেল সেবায় নারীদের জন্য প্রাইভেট থেকে সার্জেন্ট পর্যন্ত পদ তৈরি করা হয়েছে। সেপ্টেম্বরে সৌদি নারী সেনাদের প্রথম দলটি ১৪ সপ্তাহের বেসিক ট্রেনিং শেষ করে বের হয়।
এর আগে নারীদের ট্রেনচালক হিসেবে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু করে সউদি সরকার। এ জন্য দেওয়া হয় বিজ্ঞাপনও। সে সময় মাত্র ৩০টি পদের বিপরীতে আবেদন পড়ে ২৮ হাজার। মধ্যপ্রাচ্যের রক্ষণশীল দেশটিতে সম্প্রতি নারীদের বিভিন্ন সুযোগ-সুবিধা বাড়ানো হয়েছে। এরই মধ্যে চলচ্চিত্রসহ সাংস্কৃতিক বিষয়ে নানা পরিবর্তন দেখা গেছে দেশটিতে। নারীরাও উৎসাহ পাচ্ছেন। এরই ধারাবাহিকতায় এমন চিত্র দেখা যাচ্ছে বলে মনে করা হয়।
যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উদ্যোগে ‘ভিশন ২০৩০’ বাস্তবায়নের অংশ হিসেবে সউদি সমাজে সংস্কার আনার জন্য নারীদের নানা সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে।