দেবশ্রী মজুমদার, নলহাটি: নলহাটি থেকে মোড়গ্রাম জাতীয় সড়ক সংস্কারের দাবিতে নলহাটির কাঁটাগড়িয়ায় অবস্থান বিক্ষোভে বসে ডি ওয়াই এফ আই। দুই জুলাই থেকে পাঁচ তারিখ পর্যন্ত চলবে এই বিক্ষোভ কর্মসূচি। সংগঠনের তরফে দেবাশীষ সরকার ও মহঃ সামিমরা বলেন, নলহাটি থেকে মোড়গ্রাম পর্যন্ত রাস্তার অবস্থা খুব খারাপ। দুই জুলাই থেকে পাঁচ জুলাই পর্যন্ত বাম গণতান্ত্রিক ছাত্র ও যুব ফেডারেশনের ডাকে কাঁটাগড়িয়া মোড়ে সকাল সাড়ে দশটায় একটি অবস্থান বিক্ষোভ কর্মসূচী হবে। শনিবার ডি ওয়াই এফ আই রাজ্য সভানেত্রী মীণাক্ষী মুখোপাধ্যায় এই বিক্ষোভে সামিল হবেন।
উল্লেখ্য, নলহাটি থেকে মোড়গ্রাম পর্যন্ত রাস্তার অবস্থা খুবই খারাপ। রাস্তার মধ্যে বড় বড় গর্ত। নিত্য পথ দূর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন নিরাপরাধ মানুষ। এই রাস্তা এড়াতে অনেকেই চাতরা মুরারই বাইপাস রাস্তা ব্যবহার করেন। অনেকেই ব্রহ্মাণী নদী পেরিয়ে দেবগ্রাম হয়ে যাতায়াত করেন। কিন্তু বর্ষায় নদীতে জল থাকায় সে পথ বন্ধ থাকে।