দেবশ্রী মজুমদার, ইলামবাজার: স্যানিটাইজ করে বিজেপি দলীয় কর্মী সমর্থকদের দলে ফেরাল তৃণমূল। প্রায় শতাধিক গ্রামবাসীদের হাতে দলীয় পতাকা তুলে দেন ইলামবাজার ব্লক সভাপতি ফজলুর রহমান। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার ইলামবাজার ব্লকের ইলামবাজার পঞ্চায়েতের দেবীপুর গ্রামে।
ফজলুর রহমান বলেন, দেবীপুর গ্রামের শতাধিক মানুষকে স্যানিটাইজ করে দলে নেওয়া হয়েছে। এক্ষেত্রে আমাদের বক্তব্য একটাই। বিজেপি একটি জীবাণু। তাই বিজেপি মুক্ত ভারতের লক্ষ্যে প্রায় শতাধিক মানুষকে স্যানিটাইজ করে দলে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, দেবীপুর গ্রামের একশত ষোলো বুথে চারশো চল্লিশ ভোট পায় বিজেপি। একশো উনষাট ভোট পায় তৃণমূল। আরএসপি ভোট পায় মাত্র বারোটি। স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, গ্রামের মানুষ বাধ্য হয়ে বিজেপিতে যোগ দিয়েছে। কারণ ওই বুথে বিজেপি জেতায়, তাদের একশো দিনের কাজে না নেওয়ার হুমকি দেওয়া হচ্ছিল। যদিও শাসকদলের স্থানীয় নেতৃত্ব সেই অভিযোগ অস্বীকার করেছেন।