পুবের কলম, ওয়েবডেস্ক: এবার সন্দেশখালি যাওয়ার পথে গ্রেফতার হলেম আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। মঙ্গলবার উত্তপ্ত সন্দেশখালিতে সাধারণ মানুষের সঙ্গে দেখা করার উদ্দেশে যাচ্ছিলেন ভাঙড়ের বিধায়ক। কলকাতার সায়েন্স সিটির কাছে তাঁর গাড়ি আটকায় কর্তব্যরত পুলিশ আধিকারিকরা। তারপরই গ্রেফতার করা হয় নওশাদকে। পুলিশের দাবি, ১৪৪ ধারা লঙ্ঘন করার অভিযোগে নওশাদকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার সকাল ৯টা নাগাদ সায়েন্স সিটির কাছে আইএসএফ বিধায়কের পৌঁছাতেই তাঁর গাড়ি আটকে দেওয়া হয়। পুলিশের সঙ্গে প্রবল তর্কাতর্কি শুরু হয় নওশাদের। সন্দেশখালি থেকে ৬২ কিলোমিটার দূরে কেন আটকানো হচ্ছে তাঁকে, তা নিয়ে প্রশ্ন তোলেন আইএসএফ বিধায়ক। পুলিশের বক্তব্য, সন্দেশখালিতে বর্তমানে ১৪৪ ধারা জারি রয়েছে। তাই সেখানে কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব গেলে শান্তি বিঘ্নিত হতে পারে। তাই নিয়ম মোতাবেক নওশাদকে সেখানে যেতে দেওয়া সম্ভব নয়। ভাঙড়ের বিধায়ক বলেন, “পুলিশ চাটুকারিতা করছে। এখানে ১৪৪ ধারা নেই, আমি কোনও ব্যারিকেডও ভাঙিনি। তা সত্ত্বেও আমাকে বিনা কারণে গ্রেফতার করা হল।”