পুবের কলম, ওয়েবডেস্ক: পশ্চিমা বিশ্বকে তোপ দাগলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেই। মানবাধিকার প্রশ্নে পশ্চিমা বিশ্বের বেশ কিছু দেশের দুমুখো স্বভাবের তীব্র সমালোচনা করেন তিনি। বলেছেন, সুনির্দিষ্টি কিছু পশ্চিমা দেশ সন্ত্রাসীদের জন্য অভয়ারণ্যে পরিণত হওয়া সত্ত্বেও তারা নির্লজ্জভাবে নিজেদেরকে মানবাধিকারের রক্ষক বলে দাবি করে যাচ্ছে।
সোমবার ইরানের বিচার বিভাগের প্রধান ও নব-নির্বাচিত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, একদল বিচারপতি ও অ্যাটর্নিকে নিয়ে বৈঠকে মিলিত হন সর্বোচ্চ নেতা খামেনেই। বৈঠকে খামেনেই বলেন, ইরানের সরকার-বিরোধী সংগঠন মুজাহেদিন খালক বা এমকেও গোষ্ঠীর সন্ত্রাসীরা ফ্রান্সসহ অন্যান্য ইউরোপীয় দেশে অবাধে বিচরণ করছে। তিনি আরও বলেন, ’ফ্রান্সসহ অন্যান্য ইউরোপীয় দেশ নির্জলজ্জভাবে মানবাধিকার রক্ষার পক্ষে কথা বলছে। অথচ তারা সন্ত্রাসীদের আশ্রয় দিয়েছে, তাদেরকে সব ধরনের পৃষ্ঠপোষকতা দিচ্ছে এমনকি তাদেরকে এসব দেশের সংসদেও কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে।’
ইরানের সর্বোচ্চ নেতা এমকেও গোষ্ঠীর সন্ত্রাসী হামলায় ইরানের বিচার বিভাগের প্রাক্তন প্রধান আয়াতুল্লাহ মুহাম্মদ বেহেশতির শাহাদাতের কথা স্মরণ করেন। ইরানে ইসলামি বিপ্লবের দুই বছরের মাথায় ১৯৮১ সালের ২৮ জুন তেহরানে এক ভয়াবহ বোমা হামলা চালিয়ে আয়াতুল্লাহ বেহেশতিকে হত্যা করে এমকেও সন্ত্রাসীরা। সর্বোচ্চ নেতা তাঁর ভাষণে বিগত গত দুই বছরে ইরানের বিচার বিভাগে বড় ধরনের পরিবর্তন আনার জন্য ইব্রাহিম রাইসিকে ধন্যবাদ জানান।
সর্বোচ্চ নেতা বলেন, দুই বছরের কিছু বেশি সময় আগে দায়িত্ব গ্রহণের পর বিচার বিভাগে বড় ধরনের পরিবর্তন এনে বেশ কিছু সাফল্য অর্জন করেছেন ইব্রাহিম রাইসি। পাশাপাশি গত ১৮ জুনের প্রেসিডেন্ট নির্বাচনে বিপুলভাবে ভোট দেওয়ার জন্য জনগণকে ধন্যবাদ জানান খামেনেই। ১৩তম প্রেসিডেন্ট নির্বাচনে ইব্রাহিম রাইসি শতকরা প্রায় ৬২ ভাগ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আগস্টে বর্তমান প্রেসিডেন্ট হাসান রুহানির স্থলাভিষিক্ত হবেন তিনি।
.