পুবের কলম, ওয়েবডেস্ক: রাশিয়ার দূর প্রাচ্য অঞ্চলে ২৯ জন যাত্রী নিয়ে আকাশে নিখোঁজ যাত্রীবাহী বিমান এন-২৬। মঙ্গলবার স্থানীয় ট্রান্সপোর্ট প্রসিকিউটর অফিসের মুখপাত্র ভ্যালেন্টিনা গ্লাজোভা জানিয়েছেন, যাত্রীবাহী এন-২৬ উড়োজাহাজটিতে ২৯ জনের মধ্যে ৬ জন ক্রু ছিলেন। যাত্রীদের মধ্যে শিশুরাও আছে। বিমানটি আচমকা কামচাটকা উপদ্বীপে নিখোঁজ হয়ে যায়। বিমানটি কামচাটকার প্রধান শহর পেদ্রাপাভলোভস্ক-কামচাটস্কি থেকে উপদ্বীপের পালানা শহরের উপর দিয়ে পাড়ি দেওয়ার সময় মাঝ আকাশে হঠাৎ হারিয়ে যায়। পালানায় যে সময় বিমানের অবতরণে কথা ছিল, সে সময় আচমকা সেটি নিখোঁজ হয়ে যায়। বিমানটির সঙ্গে নিয়ন্ত্রণকক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। নিখোঁজ বিমানের খোঁজে জোরদার তল্লাশি শুরু হয়েছে। স্থানীয় একটি এভিয়েশন কোম্পানি বিমানটিকে পরিচালনা করে আসছিল। সূত্র মারফৎ খবর, বিমানটি পালানার আশেপাশের কোনও খনির উপরে ভেঙে পড়তে পারে। অন্য একটি সূত্রের খবর, বিমানটিতে যান্ত্রিক ত্রুটির কারণে সেটি সমুদ্রেও পড়তে পারে।