পুবের কলম, ওয়েবডেস্ক: ফের ওবিসি সার্টিফিকেট বাতিল নিয়ে সরব হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের রায় বিজেপির চক্রান্তের অভিযোগ তুলেছিলেন তিনি। এবার ‘দাঙ্গা’ লাগানোর অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী অভিযোগ করে বলেন, ‘মুসলিমদের সঙ্গে তফশিলিদের দাঙ্গা লাগাতেই ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেওয়া হয়েছে’। রায়দিঘির নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে গিয়ে মমতা বলেন, ‘মুসলিমদের সঙ্গে তফশিলিদের দাঙ্গা লাগিয়ে দেওয়ার জন্যই ওবিসি সার্টিফিকেট ক্যানসেল করা হয়েছে। ভোটের মধ্যে ওরা দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে।’
উল্লেখ্য, ২০১০ সালের পর থেকে রাজ্যে যারা ওবিসি সার্টিফিকেট পেয়েছেন সেই সমস্ত শংসাপত্র গত বুধবার বাতিল করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। তাতে বেজায় চটে যান মমতা। তিনি এই রায় মানেন না বলেও জানিয়ে দিয়েছিলেন। ইতিমধ্যেই এই শংসাপত্র বাতিল নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি শুরু করেছে রাজ্য সরকার।