পুবের কলম, ওয়েবডেস্ক: নবান্ন অভিযান ঘিরে বিজেপিকে প্রশাসনিক বৈঠক থেকেই বিজেপির বিরুদ্ধে সোচ্চার হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, অন্য রাজ্যের মানুষকে নিয়ে এসে এখানে অশান্তি করা। পুলিশ চাইলে গুলি চালাতে পারত। কিন্তু সেটা কাম্য নয়। পুলিশ পরিস্থিতি ভালোভাবে নিয়ন্ত্রণ করেছে। অনেক পুলিশ আহত হয়েছেন।
মুখ্যমন্ত্রী এদিন বলেন, সবার আন্দোলন করার অধিকার আছে। তাই বলে আন্দোলনের নামে রাজ্যের বাইরে থেকে লোক নিয়ে এসে গুন্ডামি করা, ব্যাগে করে বোম নিয়ে আসা এই গুলি বরদাস্ত নয়। আন্দোলনের নামে বিশৃঙ্খলার তৈরি করলে পুলিশ সেইমতো ব্যবস্থা নেবে। তবে যারা আহত হয়েছে, তাদের দ্রুত সুস্থতা কামনা করি।
মুখ্যমন্ত্রী এদিন বলেন, করোনা আবহ কাটিয়ে সবে পরিস্থিতি একটু স্বাভাবিক হয়েছে। এই আন্দোলনের নামে গুন্ডামির কারণে ব্যবসা নষ্ট হয়েছে। বড়বাজারের ব্যবসা নষ্ট হয়েছে। এই দিন সব থেকে বেশি সমস্যায় পড়েছে সাধারণ মানুষ।
গতকাল বিজেপির নবান্ন অভিযানকে ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় হাওড়া সহ সাঁতরাগাছি। পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া থেকে কিছু বাদ পড়েনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান থেকে লাঠিচার্জ করে।
বিজেপির কর্মীর আক্রমণে জখম হয়েছেন এক পুলিশ কর্তা। হাত ভেঙেছে তার। এসএসকেএম-এ ভর্তি আছেন তিনি। আহত হয়েছেন আরও ৩০ জন পুলিশকর্মী। এদিকে এই ঘটনায় আহত হয়েছেন বিজেপির মীনাদেবী পুরোহিত। আজ তাকে দেখতে হাসপাতালে যান রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। বিজেপির নবান্ন অভিযানে বিশৃঙ্খলা ঘটানোর জন্য এখনও পর্যন্ত ৬টি মামলা দায়ের হয়েছে। ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।