পুবের কলম ওয়েব ডেস্ক: ভোট পরবর্তী অশান্তি নিয়ে কলকাতা হাইকোর্টের অন্তর্বর্তী নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানাল রাজ্য সরকার। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বৃহত্তর বেঞ্চে গত ২ জুলাইয়ের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানানো হয়েছে। আর্জির সপক্ষে রাজ্যের অভিযোগ, এই ইস্যুতে রাজ্যের বক্তব্য না শুনেই একতরফা নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট যেভাবে ভোট পরবর্তী হিংসায় পদক্ষেপ নিয়েছে তাতে খুশি বিজেপি শিবির। তারা মনে করছে এতে এক্কেবারে এই বিপাকে পড়ে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ভোট পরবর্তী হিংসা নিয়ে শুক্রবার কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে শুনানি ছিল। দুই শুনানিতেই আদালতের নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মুখোশ খুলে দিয়েছে বলে মনে করছে বিজেপি । বিজেপি-র দলীয় সূত্র থেকে দাবি করা হয়েছে, প্রথম থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ভোট পরবর্তী হিংসা-কে লঘু করে দেখানোর চেষ্টা করেছে। এমনকী তেমনভাবে কোনও হিংসার ঘটনা ঘটেনি বলেও নাকি রাজ্য সরকার থেকে দাবি করা হয়েছিল। কিন্তু, শুক্রবার কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট যেভাবে রাজ্য সরকারের জবাবদিহি চেয়েছে তাতে আদালত স্পষ্ট বুঝিয়ে দিয়েছে হিংসা হয়েছে ব্যাপকভাবে। রাজ্য সরকার যে হিংসার শিকার মানুষদের আস্থা অর্জনেও ব্যর্থ হয়েছে তা দুই আদালতের রায়েই স্পষ্ট বলে দাবি করেছে বিজেপি ।