পুবের কলম ওয়েব ডেস্ক: বেসরকারি বাসের ভাড়া নিয়ে চলছিলো তর্ক- বিতর্ক। দীর্ঘ টানাপোড়েনের মধ্যেই কিছু সংখ্যক বাস চললেও বেশিরভাগ বাস বন্ধ রাখে বাস মালিকরা। ভাড়া বৃদ্ধি নিয়ে সরকার ও বাস মালিকদের মধ্যে চলছিলো একটা বিবাদ।বাসের ভাড়া বৃদ্ধি করা না হলে বাস চালানো সম্ভব নয় বলে জানিয়ে দেয় বাস মালিক অ্যাসোসিয়েশনগুলি। যেভাবে পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি হয়েছে তারওপর ৫০ শতাংশ যাত্রী নিয়ে বাস চালানোর অনুমতি দেওয়া হয়েছে। তাতে সমস্যায় পড়ছে বাস মালিকরা। বাস চালানো অসম্ভব হয়ে পড়ছে বলে জানান বাস চালক ও কর্মীরা। অন্যদিকে বাসের ভাড়া বৃদ্ধিতে অনড় রাজ্য। এই নিয়ে পরিবহন মন্ত্রী বাস মালিকদের সঙ্গে আলোচনায় বসে। তাদের অনুরোধ করা হয় বাস চালানোর জন্য। বাস নিয়ে রাজ্য সরকারের অনমনীয় মনোভাব বুঝে কিছুটা হলেও সুর নরম বাস মালিকদের। বুধবার থেকে রাজপথে বাসের সংখ্যা কিছুটা হলেও বাড়তে পারে। যাত্রীদের অনুরোধ করে বাসের ভাড়া বাড়ানো যেতে পারে বলে জানা গেছে।