পুবের কলম ওয়েবডেস্ক: এই মুহূর্তে সউদি আরবের নামী ক্লাব আল নাসরের হয়ে চূড়ান্ত ফর্মে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। প্রায় প্রতিটি ম্যাচে গোল করে দলকে জেতাচ্ছেন দাপটের সঙ্গে। এদিকে, খেলার মাঠের বাইরেতেও সমানভাবে দাপট দেখিয়ে চলেছেন তিনি। ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি ফলোয়ার হিসেবে নতুন রেকর্ড গড়লেন রোনাল্ডো।
বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ইনস্টাগ্রামে রোনাল্ডোর ফলোয়ারের সংখ্যা এখন ৬০ কোটি (৬০০ মিলিয়ন)। এর আগে ২০২২ সালের নভেম্বরে তার ফলোয়ার সংখ্যা ৫০ কোটি ছাড়িয়েছিল। দ্বিতীয় স্থানে থাকা লিওনেল মেসির ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ৪৮২ মিলিয়ন। গত মে থেকে ইনস্টাগ্রামে রোনাল্ডোর ফলোয়ার বেড়েছে ১৫০ মিলিয়নের বেশি। ‘ফোর্বস’-এর তথ্য অনুযায়ী, ৩৮ বছর বয়সী পর্তুগীজ উইঙ্গার এই মুহূর্তে বিশ্বের অন্যতম ধনী ক্রীড়াবিদ। তার সর্বমোট আয় প্রায় ৫০০ মিলিয়ন মার্কিন ডলার।