পুবের কলম প্রতিবেদক: চলে গেলেন বিশিষ্ট বাচিকশিল্পী পার্থ ঘোষ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। দীর্ঘদিন তিনি আকাশবাণী কলকাতার সঙ্গেও যুক্ত ছিলেন। জানা গিয়েছে, পার্থ ঘোষ কয়েকদিন আগে অসুস্থ হয়ে পড়েন। তাঁকে হাওড়ার বেসরকারি এক হাসপাতালে ভর্তি করা হয়। শিল্পীর গলায় অস্ত্রোপচার হয়। ধীরে ধীরে সুস্থও হয়ে উঠছিলেন তিনি। তবে শনিবার ভোর ৭টা নাগাদ হৃদ্রোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন পার্থ ঘোষ।
শিল্পীর পরিবার ও গুণমুগ্ধদের মারফত জানা গিয়েছে, প্রথমে প্রবীণ এই বাচিকশিল্পীর দেহ হাসপাতাল থেকে দমদমের বাড়িতে নিয়ে যাওয়া হবে। আজই নিমতলা শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
প্রসঙ্গত, ২০২১ সালের ২৬ অগস্ট মৃত্যু হয় পার্থ ঘোষের স্ত্রী তথা আর এক শিল্পী গৌরী ঘোষের। এক সময় রেডিয়োতে পার্থ ও গৌরী ঘোষের ‘কর্ণ-কুন্তী সংবাদ’ জনপ্রিয়তা অর্জন করেছিল। রবীন্দ্রনাথের ‘শেষ বসন্ত’ পার্থবাবুর কণ্ঠে খুবই জনপ্রিয় হয়েছিল। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘দেবতার গ্রাস’, ‘বিদায়’ও জনপ্রিয় হয়। পশ্চিমবঙ্গ কবিতা আকাদেমির সদস্য গৌরী ঘোষকে রাজ্য সরকার ২০১৮ সালে ‘কাজী সব্যসাচী সম্মান’ প্রদান করেছিল।