পুবের কলম ওয়েবডেস্কঃ পেটে জুরুরি অস্ত্রোপচারের প্রয়োজন ছিল তাই নিজের জমির ফসল বেচে আর কিছু ঋণ নিয়ে ৫০০ টাকার নোটে মোট ২ লক্ষ টাকা আলমারিতে রেখে ছিলেন এক কৃষক। সেই কষ্টার্জিত অর্থ কেটে কুটিকুটি করল ইঁদুর।
তেলেঙ্গানার মেহেবুব নগরের ওই কৃষক রেদ্যা নায়েক ঠিক করেছিলেন ওই টাকা দিয়ে পেটের অস্ত্রোপচার করাবেন। একটি কাপড়ের থলিতে ৫০০ টাকার নোটে মোট ২ লক্ষ টাকা তিনি রাখেন।কিন্তু আলমারি খুলতেই চক্ষুচড়কগাছ। সমস্ত নোট কেটে দিয়েছে ইঁদুর। এরপর হতচকিত ওই কৃষক কাটা নোট নিয়ে মেহেবুব নগর জেলার প্রায় সমস্ত ব্যাঙ্কে যান। কিন্তু সম্ভব হয়নি ইঁদুরের কাটা নোট বদলানোর।
বিক্রেতার এই দুঃখের কাহিনী সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তেলাঙ্গানার উপজাতি, মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রী সত্যবতী রাঠোর ওই কৃষককে সাহায্য করার জন্য পদক্ষেপ করেছেন। তিনি নায়েককে আশ্বস্ত করেছেন যে তিনি তাঁর পছন্দ অনুযায়ী হাসপাতালে অস্ত্রোপচারের ব্যবস্থা করে দেবেন এবং তাঁকে আর্থিকভাবে সহায়তাও করবেন। মন্ত্রীর এই সাহায্য পেয়ে তাঁকে ধন্যবাদ দিয়েছেন ওই কৃষক।