পুবের কলম, ওয়েবডেস্ক: ধর্ষণ মামলায় ২৫ বছরের সাজা বিজেপি সাংসদের। এক নিবালিকাকে ধর্ষণে দোষী সাব্যস্ত বিজেপি সাংসকে ২৫ বছরের জেল হেফাজতের নির্দেশ দিল উত্তরপ্রদেশের সোনভদ্রর আদালত। শুক্রবার দুদ্ধির বিজেপি সাংসদ রামদুলার গোন্দকে কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ২০১৪ সালে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল রামদুলারের বিরুদ্ধে। ময়োরপুর গ্রামের ওই কিশোরী মাঠে প্রাতঃকৃত্য সারতে গিয়েছিল। সেই সময়ই তাকে যৌন হেনস্তা করা হয়। এরপরই মামলা হয়। প্রথমে মামলাটি উঠেছিল পকসো আদালতে। পরে রামদুলার বিজেপি সাংসদ হওয়ার পর সেই মামলা এমপি-এমএলএ কোর্টে স্থানান্তরিত হয়। শুক্রবার এই ঘটনায় দোষী সাব্যস্ত রামদুলারকে শাস্তির নির্দেশ দেয় আদালত। এই শাস্তির জেরে সাংসদ পদও খোয়াতে পারেন রামদুলার।