১৬ বছর রিয়ালে কাটিয়ে চলতি মরশুমে পিএসজিতে পাড়ি জমিয়েছেন সার্জিও রামোস। নিজের প্রথম মরশুমে চ্যাম্পিয়নস লিগের রাউন্ড অব-১৬’র ম্যাচে প্রাণের ক্লাব রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবেন তিনি। রিয়ালের প্রতি সার্জিও রামোসের ভালোবাসার কমতি নেই, কিন্তু বর্তমান ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইনের জন্য জীবন দিতেও পিছপা হবেন না তিনি।
চ্যাম্পিয়নস লিগের শেষ ১৬’র ড্র নিয়ে নাটকীয়তার পর রিয়াল প্রতিপক্ষ হিসেবে পায় পিএসজিকে। এরপরেই এক সাক্ষাৎকারে রিয়াল মাদ্রিদের প্রাক্তন অধিনায়ক এবং বর্তমান পিএসজির ডিফেন্ডার সার্জিও রামোস বলেন, ‘সবাই জানে রিয়ালের প্রতি আমার ভালোবাসার কথা। কিন্তু এখন আমার লক্ষ্য পিএসজিকে রক্ষা করা।আমি পরের রাউন্ডে যাওয়ার জন্য পিএসজির হয়ে জীবন দিতেও প্রস্তুত। যদিও আমি রিয়াল ছাড়া অন্য যেকোনো ক্লাবের বিপক্ষে খেলতে বেশি পছন্দ করতাম।’
গত বছর রিয়ালের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ক্লাবের সঙ্গে নতুন করে চুক্তি করেননি রামোস। সেই সুযোগে ফ্রি ট্রান্সফারে তাকে দলে ভেড়ায় প্যারিসের ক্লাবটি। এরপর ইনজুরি সমস্যার কারণে বেশ কিছু ম্যাচ খেলতে না পারলেও এখন প্রায় নিয়মিতই দলের সঙ্গে রয়েছেন। সাক্ষাৎকারে রামোস আরও বলেন, ‘পিএসজি আমার ওপর আস্থা রেখেছে। রিয়ালের বিপক্ষে ম্যাচ হলেও পিএসজির জন্য আমি মরতে রাজি আছি।’
আগামী ১৫ ফেব্রুয়ারি রাউন্ড অব-১৬ এর প্রথম লেগের ম্যাচ পিএসজির মাঠে। ফিরতি লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে ৯ মার্চ রিয়ালের মুখোমুখি হবে পিএসজি। এর আগে চ্যাম্পিয়নস লিগের প্রথম ড্র কারিগরি ত্রুটির কারণে বাতিল করে উয়েফা। এরপর ঘোষণা করে, অনুষ্ঠিত হবে ২০২১/২২ মরশুমের রাউন্ড অব -১৬’র নতুন ড্র। নতুন ড্র’তে প্যারিস সেইন্ট জার্মেইনকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে রিয়াল মাদ্রিদ।