পুবের কলম ওয়েবডেস্ক: জেল থেকে ৪০ দিনের প্যারোলে মুক্তি পেতেই একেবারে স্বমহিমায় দেখা গেল ধর্ষক ধর্মগুরু রামরহিমকে। দিওয়ালির রাতে নিজের ইউটিউব চ্যানেলে একটি মিজজিক ভিডিও প্রকাশ করেছেন ২০বছরের সাজাপ্রাপ্ত এই ধর্মগুরু রামরহিম। এখানেই শেষ নয় শুরু হয়েছে সৎসঙ্গ। যেখানে গুরমীত রাম রহিম সিং বলছেন তাঁর জেলযাত্রা আদতে এক আধ্যাত্মিক যাত্রা। যা নিয়ে তিনি একটি বই লিখবেন।
তবে এই সৎসঙ্গ শিবিরে নাকি সবচেয়ে বেশি ভিড় জমাচ্ছেন বিজেপি নেতা,কর্মীরাই। স্বাভাবিক ভাবেই গেরুয়া শিবিরের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।
২০১৭ সালে দোষী সাব্যস্ত হওয়ার পর থেকে জেলেই রয়েছেন রাম রহিম। তবে, গত ৫ বছরে ৫ বার তিনি প্যারোলে মুক্তি পেয়েছেন। এর মধ্যে এ বছরই জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে পরপর দু’বার জেল থেকে বেরিয়েছিলেন তিনি।
ফের অক্টোবরে লম্বা ছুটি দেওয়া হয়েছে তাঁকে। তাঁর মুক্তি পাওয়া নিয়েও শুরু হয়েছে বিতর্ক। রামরহিমের মুক্তির সঙ্গে নাকি হরিয়ানার নির্বাচনের যোগ রয়েছে। তবে হরিয়ানার বিজেপি সরকার এই অভিযোগ উড়িয়ে দিয়ে জানিয়েছে যে কোন সাজাপ্রাপ্ত কমপক্ষে তিনবছর কারাবাসের মেয়াদ সম্পূর্ণ করলেই প্যারোলে মুক্তির আবেদন জানাতে পারে।