পুবের কলম ওয়েবডেস্কঃ দীনেশ ত্রিবেদী ইস্তফা দেওয়ায় রাজ্যসভার ফাঁকা আসনে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, আগামী ৯ আগস্ট পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার ওই আসনে ভোটগ্রহণ হবে। কমিশনের তরফে জানানো হয়েছে, আগামী ২২ জুলাই নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হবে। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২ অগাস্ট। ৯ অগাস্ট সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ভোট গ্রহণ হবে। ওই দিনই বিকেল ৫টায় ভোট গণনা হবে। কমিশনের তরফে রাজ্যের মুখ্যসচিবকে দেওয়া নির্দেশে বলা হয়েছে, রাজ্যসভার উপনির্বাচন আয়োজনের ক্ষেত্রে করোনাবিধি যথাযথভাবে পালন করার জন্য একজন পদস্থ আধিকারিককে নিয়োগ করতে হবে। রাজ্য প্রশাসন নিজেদের সম্মতির কথা আগেই কমিশনকে জানিয়ে দিয়েছিল।
প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাসে রাজ্যসভার সাংসদ থেকে ইস্তফা দিয়ে তৃণমূল থেকে বিজেপি-তে যোগ দিয়েছিলেন দীনেশ ত্রিবেদী। ২০২৬ সাল পর্যন্ত সাংসদ হিসেবে মেয়াদ ছিল তাঁর। অন্যদিকে রাজ্য বিধানসভার যে আসনগুলি বিধায়কশূন্য অবস্থায় রয়েছে, সেখানেও দ্রুত ভোট করিয়ে নেওয়ার জন্য শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে বৃহস্পতিবার স্মারকলিপি জমা দেওয়া হয়েছে নির্বাচন কমিশনে।