পুবের কলম প্রতিবেদক: রাজারহাট-গোপালপুরে ক্লাব সংগঠন ও স্বাস্থ্যকর্মীদের বিনামূল্যে অক্সিমিটার প্রদান হল। সোমবার বিকালে রাজারহাট-গোপালপুর বিধানসভার অভ্যন্তরীণ বিধাননগর পুরনিগমের কেষ্টপুর ২৪ নম্বর ওয়ার্ডের এক সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে অঞ্চলের ক্লাব সংগঠন ও ওয়ার্ডের পুর স্বাস্থ্যকর্মীদের অক্সিমিটার তুলে দিলেন স্থানীয় বিধায়ক অদিতি মুন্সি।
উপস্থিত ছিলেন, দমদমের সাংসদ সৌগত রায়, তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ-সহ প্রমুখ। এর আগে তেঘরিয়া এলাকায় অক্সিমিটার বিতরণ হয়েছে।
এদিন কেষ্টপুরে বিধাননগর পুরনিগমের ৯ ও ২৪ নম্বর ওয়ার্ড কো-অর্ডিনেটরের যৌথ উদ্যোগে চলে এই সামাজিক অনুষ্ঠান। ৯ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর তথা প্রাক্তন বরো চেয়ারম্যান মনীষ মুখার্জি জানান, অক্সিমিটার প্রদানের পাশাপাশি মাস্ক, স্যানিটাইজার ও করোনাকালে দুঃস্থ নাগরিকদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। একেই সঙ্গে, সংশ্লিষ্ট ২৪ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর অনুপম মন্ডল জানান, সামাজিক কর্মসূচির এদিন অন্যতম হল রক্তদান। শিবিরে ৫০ জন রক্তদান করেন।