পুবের কলম ওয়েব ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেও হেরে গিয়েছে ভারত । শেষবার মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বেই আইসিসি ট্রফি জিতেছিল টিম ইন্ডিয়া। অর্থাৎ পরিসংখ্যানের দিক থেকে আইসিসি টুর্নামেন্টে অধিনায়ক হিসেবে অনেকটাই ব্যর্থ বিরাট কোহলি । আর ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারের পর থেকেই তাই ভারত অধিনায়কের সমালোচনায় মুখর অনেকে। তবে এবার কোহলির সমর্থনে এগিয়ে এলেন সুরেশ রায়না। কিন্তু সেকথা বলতে গিয়েই বিরাটের আইপিএল না জেতার কথাও বলে ফেললেন। আর এই নিয়েই বর্তমানে আলোচনা চলছে ক্রিকেট দুনিয়ায়।. এক সাক্ষাৎকারে বিরাটের অধিনায়কত্ব নিয়ে বক্তব্য রাখতে গিয়ে রায়না বলেছেন, অধিনায়ক হিসেবে বিরাট এক নম্বর। রেকর্ডই বলছে ও অনেক কিছু জিতেছে। পাশপাশি বিরাট বিশ্বের এক নম্বর ব্যাটসম্যানও। লোকেরা আইসিসি ট্রফির কথা বলে, কিন্তু বিরাট এখনও আইপিএল ট্রফিই জিততে পারেনি। আমার মনে হয় বিরাটকে আরও একটু সময় দেওয়া উচিত। এরপর একের পর এক তিনটি ওর্য়াল্ড কাপ রয়েছে। দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং একটি ওয়ান-ডে বিশ্বকাপ। ফাইনালে ওঠাটাও মোটেই সহজ কাজ নয়। কখনও কখনও কিছু জিনিস মিস হয়ে যায়’।