জাহির হোসেন, বারাসত: দুর্ঘটনা এড়াতে দত্তপুকুর স্টেশনের পশ্চিম দিকে রেল লাইন বরাবর রেলিং দিয়েছে রেল কর্তৃপক্ষ। রেলিং দেওয়ার ফলে পূর্ব দিকে আসা যাওয়ায় সমস্যা হচ্ছে পশ্চিম দিকের মানুষদের।
রেলিং দিয়ে পথ আটকে দেওয়ার প্রতিবাদে মঙ্গলবার দত্তপুকুরে রেল অবরোধে সামিল হলেন এলাকার বাসিন্দারা। ঘন্টা দুয়েক এই অবরোধের ফলে শিয়ালদহ-বনগাঁ শাখায় রেল চলাচলে বিঘ্ন ঘটে।ভোগান্তির শিকার হন নিত্যযাত্রীরা।
জানা যায়, শিয়ালদহ-বনগাঁ শাখায় ব্যস্ততম রেল স্টেশন হল দত্তপুকুর। স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের পূর্ব দিকে সহজেই যশোর রোডে যাওয়া আসার সুবিধা রয়েছে।
তেমনি রেল লাইন টপকে পশ্চিম দিকেও যাওয়া যায়। পশ্চিম দিকের ১২ থেকে ১৪টা গ্রামের মানুষরাও প্রায় শতাধিক বছর ধরে রেল লাইন টপকে পূর্ব দিকে আসা যাওয়া করেন।
স্কুলের ছাত্রছাত্রীরাও একই ভাবে আসা যাওয়া করে। সাইকেল তুলে রেল লাইন পারাপারও করতেন এলাকার মানুষ। এতবছর ধরে কোন রকম রেলিং না থাকায় ঝুঁকির পারাপার করতে গিয়ে অনেক সময় দুর্ঘটনাও ঘটেছে। প্রাণহানীও ঘটেছে। এবার ঝুঁকির পারাপার সহ দুর্ঘটনা রুখতেই দত্তপুকুর স্টেশনের পশ্চিম দিকের রেল লাইন বরাবর সম্প্রতি রেলিং দিয়েছে রেল কর্তৃপক্ষ।
রেলিং দেওয়ার ফলেই পশ্চিম দিকের মানুষদের আসা যাওয়ার ক্ষেত্রে সমস্যা হয়েছে। এর প্রতিবাদেই এদিন রেল অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন স্থানীয় বাসিন্দারা। প্রায় ঘন্টা দুয়েক ধরে রেল অবরোধ চলায় ভোগান্তির শিকার হন নিত্যযাত্রীরা। দীর্ঘক্ষণ তাদের আটকে থাকতে হয় দত্তপুকুরে। যদিও সাধারণ বাসিন্দাদের এই অবরোধ সম্পূর্ণ অনৈতিক বলেই দাবি নিত্যযাত্রীদের।