পুবের কলম, ওয়েবডেস্ক: পেগাসাস কাণ্ডে উত্তাল গোটা দেশ। সোমবারই সংসদে শুরু হয়েছে বাদল অধিবেশন। কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতি থেকে শুরু করে বিরোধী নেতা-নেত্রী, সাংবাদিক-অনেকেরই ফোনে আড়ি পাতা হয়েছে। সেই তালিকায় রয়েছেন কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রীও। এই পরিস্থিতিতেই এবার নাম না করে মোদিকে বিঁধলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। ৩০০-রও বেশি ভারতীয়’র ফোনে আড়ি পাতার অভিযোগ উঠতে শুরু করে। আর এই নিয়েই সোমবার ট্যুইটে কটাক্ষ করলেন রাহুল গান্ধী। গত ১৬ জুলাই নেটিজেনদের উদ্দেশে ট্যুইটে রাহুল জানতে চেয়েছিলেন, “আপনারা এখন কী পড়ছেন?” এদিন তিনদিন আগের সেই পোস্টটিই রিট্যুইট করে লেখেন, “আমরা জানি ‘উনি’ কী পড়ছিলেন! আপনার ফোনের সমস্ত গোপন তথ্য।” এখানে ‘উনি’ বলতে প্রাক্তন কংগ্রেস সভাপতি আসলে প্রধানমন্ত্রী মোদিকেই বোঝাতে চেয়েছেন, এমনটাই দাবি রাজনীতিবিদদের।