পুবের কলম ওয়েব ডেস্ক : করোনা ভ্যাকসিন নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছে কেন্দ্র বিরোধী দলগুলি । ফের টিকার ঘাটতির অভিযোগ তুলে মোদী সরকারকে তোপ দাগলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী । সম্প্রতি মোদীর মন্ত্রীসভায় হওয়া রদবদল ও মন্ত্রীর সংখ্যাবৃদ্ধির প্রসঙ্গ তুলে রবিবার টুইট করলেন তিনি। কটাক্ষ করে দাবি করলেন, মন্ত্রীর সংখ্যা বাড়লেও টিকার সংখ্যা বাড়ল না।
এদিন টুইটারে রাহুল স্পষ্ট লেখেন, ‘‘মন্ত্রীর সংখ্যা বাড়ল। টিকার সংখ্যা বাড়ছে না।’’ সেই সঙ্গে দেশে গড় টিকাকরণের একটি তালিকাও প্রকাশ করেন তিনি। তাতে দেখানো হয়েছে গত ৭ দিনে দেশে গড়ে একদিনে ৩৪ লক্ষ লোক টিকা নিয়েছেন। রবিবার নিয়েছেন ৩৭ লক্ষ। অথচ হিসেব অনুযায়ী, গত দৈনিক গড়ে ৫৪ লক্ষ লোকের টিকাকরণের ঘাটতি রয়েছে এই সপ্তাহে। রবিবারে ক্ষেত্রে ঘাটতি ৫১ লক্ষ। সেই সঙ্গে ওই তালিকায় জানানো হয়েছে দেশে দৈনিক ৮৮ লক্ষ লোকের টিকাকরণ হওয়া দরকার, যদি ৩১ ডিসেম্বরের মধ্যে দেশের সকলকে টিকা দিতে হয়।