পুবের কলম, ওয়েবডেস্ক: মুসলিম দুনিয়ায় পরস্পরের মধ্যে সম্পর্ক, একে অপরের প্রতি ভালোবাসা, সহমর্মিতাকে সংবাদ পরিবেশনের মধ্যে দিয়ে বিশ্বের দরবারে তুলে ধরতে এক অন্যতম ভূমিকা পালন করছে ‘রেডিও তেহরান’। এই রেডিও তেহেরান বাংলা বিভাগ থেকে প্রচারিত অনুষ্ঠান মুসলিম বিশ্বে ভ্রাতৃত্ববোধকে বিশ্বের চারদিকে ছড়িয়ে দিতে অগ্রণী ভূমিকা নিয়েছে।
গাজায় ইসরাইলি হানা থেকে নির্যাতনের খবর, নিরীহ ফিলিস্তিনিদের প্রতি অত্যাচার সব কিছুই তুলে ধরা হয়েছে। রেডিও তেহেরান এই সমস্ত খবর অতি সাহসিকতার সঙ্গে পরিবেশন করছে, যা উল্লেখযোগ্য। তাদের খবর পরিবেশনের উপস্থাপনা ফিলিস্তিন ছাড়াও লেবানন, সিরিয়া, ইয়েমেন ও ইরাকের অসহায় মুসলমানদের নানাভাবে সহায়তা অব্যাহত রেখেছে ।
এছাড়াও রেডিও তেহরান থেকে প্রচারিত ‘আদর্শ মানুষ গড়ার কৌশল’ ও ‘রংধনু আসর’-এর মধ্য দিয়ে ইসলামি সংস্কৃতি ও ভাবাদর্শে জীবন গঠন পরিচালনা করতে উদ্বুদ্ধ করছে।
অতি সম্প্রতি রেডিও তেহরান তথ্য প্রযুক্তির আরেকটি মাধ্যমে যুক্ত হয়েছে, সেটি হল ইউটিউব। এর ফলে আমরা এখন থেকে চারটি মাধ্যমে রেডিও তেহরান-এর সঙ্গে যুক্ত হতে পারছি; সেগুলো হল যথাক্রমে,’ শর্টওয়েভ, ওয়েবসাইট, ফেসবুক লাইভ ও ইউটিউব। রেডিও তেহরান-এর বাংলা বিভাগ থেকে প্রচারিত উল্লেখযোগ্য অনুষ্ঠানগুলি মুসলিম সমাজে অত্যাধিক জনপ্রিয়তা লাভ করেছে। যেমন বিশ্ব সংবাদ, সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত, প্রিয়জন, রংধনু আসর, আদর্শ মানুষ গড়ার কৌশল, ইরান ভ্রমণ।