নিজস্ব প্রতিনিধি, মগরাহাট : বিজেপি নেত্রী নূপুর শর্মার গ্রেফতারের দাবিতে ‘জমিয়ত উলামা হিন্দ’ এর পক্ষ থেকে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের গোকর্ণীর দিঘীরপাড় এলাকা থেকে এক পদযাত্রা মিছিল অনুষ্ঠিত হয়। এই পদযাত্রা দিঘীরপাড় থেকে যুগদিয়া এলাকা হয়ে আবার দিঘিরপাড়ে শেষ হয়। যুগদিয়া অঞ্চল জমিয়তের উদ্যোগে এদিনের এই অনুষ্ঠান আয়োজিত হয়। পদযাত্রার শেষে এক পথসভার আয়োজন হয়। এ দিনে প্রায় সমস্ত বক্তাই কেন্দ্রের বিজেপি সরকার এবং নুপুর শর্মার বিরুদ্ধে তোপ দাগেন।এদিনের মিছিলে পরবর্তী সময়েও যেন শান্তিপূর্ণ ভাবেই মিছিল বা পদযাত্রা হয় তার আবেদন জানান জমিয়তের নেতারা।এমনকি কলকাতায় রানী রাসমণি রোড এর মিটিং সফল করার আহ্বান জানান এলাকার বাসিন্দাদের।