পুবের কলম ওয়েবডেস্কঃ অলিম্পিকের মাঝেই এল সুখবর বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন ভারতের মহিলা কুস্তিগীর প্রিয়া মালিক। ৭৩ কেজি বিভাগে প্রিয়া ৫-০ ব্যবধানে হারালেন বেলারুশের কুস্তিগীর সেনিয়া পাতাপোভিচকে।
হাঙ্গেরির বুদাপেস্ট ক্যাডেট বিশ্ব চ্যাম্পিয়নশিপে হরিয়ানার মেয়ে প্রিয়া ভারতকে এনে দিলেন সোনা। প্রিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটারে তিনি লিখেছেন ” বিশ্ব ক্যাডেট কুস্তি চ্যাম্পিয়নশিপের ৭৩ কেজি বিভাগে সোনা জেতার জন্য প্রিয়া মালিককে অনেক অভিন্দনন, তোমার সাফল্যে অন্তর গর্বে ভরে গিয়েছে, আমাদের সমস্ত অ্যাথলিটদের শুভেচ্ছা জানাই। তোমরা এইভাবেই আলো ছড়াতে থাকো”শনিবারেই ভারোত্তোলনে টোকিও অলিম্পকে রুপো পেয়েছেন মীরাবাই চানু, রবিবার বিশ্বকুস্তিতে সোনা জিতে ফের দেশবাসীকে গর্বের মুহুর্ত উপহার দিলেন প্রিয়া মালিক।
.