পুবের কলম ওয়েবডেস্কঃ শনিবার কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বাম শ্রমিক সংগঠনের ডাকে মিছিল ও প্রতিবাদ সভা সংগঠিত হল চিত্তরঞ্জনে। সকাল দশটা নাগাদ স্থানীয় অফিস রোডে সিটু অনুমোদিত এলাকার লেবার ইউনিয়নের সর্মথকদের বিশাল মিছিলে পা মেলান পথ চলতি বহু মানুষ । মিছিল শেষ হয় শহরের প্রাণ কেন্দ্র প্রধান ডাকঘর ও পেট্রোল পাম্প সংলগ্ন ছয়’মাথার মোড়ে ।
পেট্রোল ও ডিজেল সহ বিভিন্ন জ্বালানি এবং পেট্রোলিয়াম জাত দ্রব্যের মূল্য বৃদ্ধি,নিত্য প্রয়োজনীয় দ্রব্যের প্রায় প্রতিদিন অস্বাভাবিকভাবে মূল্য বৃদ্ধি,কেন্দ্রীয় সরকারের কর্মীদের অবিলম্বে বকেয়া ডিএ প্রদান সহ একাধিক দাবির সমর্থনে সংগঠনের বিভিন্ন শীর্ষস্থানীয় নেতৃত্বরা বক্তব্য রাখেন । এদিনের এই মিছিল ও সভার নেতৃত্ব দেন সংগঠনের সম্পাদক ও সভাপতি রাজেশ চৌহান ও রাজীব গুপ্ত সহ প্রমুখ।এদিনের এই সভায় মানুষের উপস্থিতি ছিলো চোখে পরার মত।