পুবের কলম, ওয়েবডেস্ক: আফ্রিকার দেশ ইথিওপিয়ার সাধারণ নির্বাচনে উল্লেখযোগ্য সংখ্যাগরিষ্ঠতায় বিজয়ী হয়েছে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী আবি আহমেদের প্রসপেরিটি পার্টি। প্রসপেরিটি পার্টি ৪৩৬টির মধ্যে ৪১০টি আসনেই বিজয়ী হয়েছে। ফলে আগামী পাঁচ বছরের জন্য দ্বিতীয় মেয়াদে দেশটির শাসনভার থাকছে আবি আহমেদের কাঁধেই। দেশজুড়ে সংঘাতের মধ্যেই গত ২১ জুন ইথিওপিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হয়। এরই অংশ হিসেবে স্থানীয় সময় শনিবার ফলাফল ঘোষণা করে জাতীয় নির্বাচন বোর্ড। এতে দেখা গেছে অধিকাংশ আসনে প্রধানমন্ত্রী আবি আহমেদের দল বিজয়ী হয়েছে। তবে রাজনৈতিক উত্তেজনায় কিছু আসনে ভোটগ্রহণ হয়নি। তাই আপাতত আসনগুলি ফাঁকা থাকবে।
শনিবার ট্যুইটারে প্রকাশিত বিবৃতিতে আবি আহমেদ আলি লিখেছেন, ‘দেশ শাসন করার জন্য জনগণ আমাদের দলকে বেছে নিয়েছে। আমাদের দল খুব খুশি।’ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দেশজুড়ে বিক্ষোভ, অরাজকতা ও করোনা সংক্রমণের মধ্যেই আবি আহমেদ নাটকীয়ভাবে ফের ক্ষমতায় বসছেন। বিশেষ করে এমন এক সময়ে আবি আহমেদ পুনরায় জিতলেন যখন টাইগ্রে অঞ্চলে সংঘাতের কারণে তাঁর সমালোচনা চলছে বিশ্বে। আবি আহমেদ বিশ্বব্যাপী যে সুনাম কুড়িয়েছিলেন তা এই সংঘাতের কারণেই অনেকটাই ক্ষুন্ন হয়েছে।
উল্লেখ্য, ইরিত্রিয়া ও ইথিওপিয়ার সীমান্ত যুদ্ধ থামাতে একটি চুক্তি স্বাক্ষর ও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখায় ২০১৯ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন আবি আহমেদ।