ইনামুল হক, বসিরহাটঃ জ্বালানির মূল্যবৃদ্ধি চরমে পৌঁছে যাওয়ায় এবার অভিনব প্রতিবাদে সামিল হল বসিরহাটের বাস মালিক ও শ্রমিকরা। দড়ি দিয়ে বাস টেনে নিয়ে প্রতিবাদ জানালেন তারা। এমনিতে রাজ্য সরকার লকডাউন বিধি মেনে পঞ্চাশ শতাংশ বাস চালানোর কথা বললেও চালাতে পারছে না ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে। ক্রমাগত পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে তাই সোমবার টাকি ও ইটিন্ডা ইছামতি বোটঘাট বাস মালিক ও শ্রমিকরা বাসকে দড়ি বেঁধে হাত দিয়ে টানার এই অভিনব প্রতিবাদের ছবি দেখা গেল। এই প্রতিবাদ দেখে রাস্তায় দাঁড়িয়ে থাকা যাত্রীরা হতবাক। পেট্রো পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দড়ি দিয়ে বাস টেনে অভিনব প্রতিবাদে বাস মালিক ও শ্রমিক সংগঠনের সদস্যরা দাবি জানায় অবিলম্বে জ্বালানির মূল্যবৃদ্ধি কমানোর সেইসঙ্গে বাসের ভাড়া বাড়ানোর ব্যাপারে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে। কোথাও পেট্রোলের দাম ১০০ ছুঁইছুঁই, কোথাও বা সেঞ্চুরি হাঁকিয়েছে পেট্রোল, ডিজেলের দাম সেঞ্চুরি করার দিকে মুখিয়ে রয়েছে। একদিকে যখন পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধি, অন্যদিকে বাসের ভাড়া না বাড়ায় প্রচন্ড লোকসানের মুখে বাস মালিক ও শ্রমিকরা। সারাদিন বাস চালিয়েও বাস মালিকরা শ্রমিকদের মজুরি দিতে পারছে না।
বসিরহাট মহকুমা আই এনটিটিইউসি সভাপতি কৌশিক দত্ত জানান, বসিরহাট মহকুমার প্রায় সাড়ে তিনশো বাস মালিক ও প্রায় দেড় হাজার বাস শ্রমিক এই কাজের সঙ্গে যুক্ত। কিন্তু রাজ্য বাস ভাড়া না বাড়ানোর কারণে পেট্রোল ও ডিজেলের কেন্দ্রীয় মূল্যবৃদ্ধির প্রতিবাদে তারা আজকে এই প্রতিবাদে নেমেছেন। বসিরহাট মহকুমা বাস সিন্ডিকেট এর সম্পাদক উৎপল মিত্র জানান, অবিলম্বে ডিজেল পেট্রোলের দাম না কমালে তারা এই ধরনের আরও আরও বৃহত্তর আন্দোলনে নামবে। বলা বাহুল্য, বসিরহাট মহকুমা থেকে কলকাতা অভিমুখে বহু শ্রমিক কাজ করতে যান। সাধারণ যাত্রীদের জন্য ট্রেন বন্ধ থাকার কারণে বাসই একমাত্র গণপরিবহন যা মানুষের কাজ করতে যাওয়ার একমাত্র ভরসা। ফলে আজ পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে যদি কলকাতা অভিমুখে যদি বাস না যায় তবে ক্ষতির সম্মুখীন হবে বাস মালিক শ্রমিক সহ সাধারণ মানুষ।