পুবের কলম, ওয়েবডেস্ক: ‘কেউ আমাদের ভয় দেখাক, আমাদের উপর দমন-পীড়ন চালাক, আমাদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করুক সেটা আমরা চাই না। আমরা কখনও তা মেনে নেব না। যদি কেউ এসব করার চেষ্টা করে তাহলে স্টিলের মহাদেওয়ালে তাদের মাথা ঠুকে দিয়ে রক্তাক্ত করে দেওয়া হবে।’ চিনে কমিউনিস্ট পার্টির শতবর্ষপূর্তিতে এমনটাই হুঙ্কার দিলেন জিনপিং, চিনা প্রেসিডেন্ট।
১৯২১ সালের ১ জুলাই কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল চিনে। তারপর থেকে কমিউনিস্টরাই দেশটির এক এবং অদ্বিতীয় শাসক দল। বৃহস্পতিবার রাজধানী বেজিংয়ের তিয়ানআনমেন স্কোয়ারে জন্মশতবার্ষিকী উদযাপন করেছে কমিউনিস্ট পার্টির কোটি কোটি সদস্য। এক শতাব্দীকাল ধরেই নিজেদের মহান, গৌরবময় আর সঠিক বলে দাবি করে এসেছে দলটি। এখন জন্মের দ্বিতীয় শতকে পা দেওয়ার মুহূর্তেও তারা তাদের প্রভাব-প্রতিপত্তি ধরে রেখেছে। শত সমালোচনা ও বিতর্কের মুখেও দলটি দীর্ঘ সময় ধরে ক্ষমতায় টিকে রয়েছে। অর্থনীতির ব্যাপক উন্নতি সাধনের মাধ্যমে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত হয়েছে চিন এবং এর মাধ্যমে তারা বদলে দিয়েছে বৈশ্বিক রাজনৈতিক সমীকরণ।
সামরিক বিমানের উড়ান, তোপধ্বনি ও দেশাত্মবোধক গানের মাধ্যমে দিবসটি উদযাপন শুরু করে জিনপিং সরকার। তিয়ানআনমেন স্কোয়ারে ৭০ হাজার মানুষের উপস্থিতিতে জাতির উদ্দেশ্যে জ্বালাময়ী ভাষণ দেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। বিশ্বের বিভিন্ন কোনে উপস্থিত চিনের শত্রুদের এককথায় সতর্ক করে দেন তিনি। শি জিনপিং বলেন, এক সময় চিনের মানুষদের হত্যা করা হত। তাদের নিয়ে হাসাহাসি করা হতো। সে যুগ চলে গেছে। কমিউনিস্ট শাসন গড়ে উঠেছে। ১৪০ কোটির দেশের বিরুদ্ধে শত্রুতা প্রদর্শনের চেষ্টা করলে তার মাথা ভেঙে দেওয়া হবে। ’গ্রেট ওয়াল অফ স্টিলে মাথা থেঁতলে দেওয়া হবে।’ প্রেসিডেন্টের কথা শুনে উচ্ছ্বসিত হয়েছেন সাধারণ মানুষ। হাততালি দিয়ে তারা স্বাগত জানিয়েছেন শি জিনপিংকে। প্রেসিডেন্ট আরও বলেছেন, চিনারা পুরনো মূল্যবোধ ভেঙে, নতুন মূল্যবোধ গড়ে তুলেছে। শক্তিশালী দেশ গড়ে তুলেছে। যেখানে দারিদ্র্য নেই। অনটন নেই। দেশকে আরও উন্নত করার প্রতিশ্রুতি দিয়ে শি জিনপিং বলেছেন, দেশের সামরিক শক্তি আরও উন্নত করতে হবে। সমস্ত সেনাবাহিনীকে আধুনিক করে তোলা হবে। মাও জেদংয়ের পর চিনের সবচেয়ে প্রভাবশালী নেতা শি বলেন, ’কেবল সমাজতন্ত্রই চিনকে রক্ষা করতে পারবে।
প্রসঙ্গত, ১০০ বছর আগে চিনের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হলেও দীর্ঘ গৃহযুদ্ধের পর ১৯৪৯ সালে তারা জাতীয় ক্ষমতায় আসে। তারপর থেকে ৭২ বছর ধরে দলটি চিন শাসন করে আসছে। ২০২০ সালে চিনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টিতে ২৪ লক্ষ ৩০ হাজার নতুন সদস্য যুক্ত হয়। ২০১৩ সালে শি জিনপিং প্রেসিডেন্ট হওয়ার পর থেকে চলতি বছরই সবচেয়ে বেশি লোক দলটিতে যোগ দেয়। এখন দলটির সদস্য সংখ্যা ৯ কোটি ৫১ লক্ষ ৫০ হাজার।