শুভজিৎ দেবনাথ, ধূপগুড়ি: সোমবার কোচবিহার থেকে কাকদ্ধীপ পর্যন্ত দুমাসব্যাপী জনসংযোগ যাত্রা শুরু করবেন তৃণমূলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
জানা গেছে, প্রতিটি বিধানসভা এলাকায় পৌঁছাবে এই জনসংযোগ যাত্রা। আর আগামী ২৮ এপ্রিল জলপাইগুড়ি জেলার জনসংযোগ যাত্রা শুরু হবে। গয়েরকাটা হয়ে ধূপগুড়ি বিধানসভার অন্তর্গত সোনাখালি মাজার শরীফে আসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে ডুয়ার্সের বানারহাট ব্লকের হলদিবাড়ি মোড়ের বীরসা মুন্ডার মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও মাল্যদান করবেন। সেখানে চা বাগানের শ্রমিকদের সঙ্গে বৈঠক করতে পারেন। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড- এর এই জনসংযোগ যাত্রা উপলক্ষে সোমবার সকাল থেকে দেখা গেল সোনাখালী মাজার শরীফ ও হলদিবাড়ি মোড় এলাকায় চূড়ান্ত ব্যস্ততা প্রশাসন ও শাসকদলের নেতা কর্মীদের।
এদিন সোনাখালী মাজার শরীফ ও হলদিবাড়ি বিরসা মুন্ডার মূর্তির স্থান পরিদর্শন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তারক্ষী ও স্থানীয় প্রশাসনের আধিকারিকরা।