পুবের কলম, ওয়েবডেস্ক: অসুস্থ সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এসএসকেএম হাসপাতালে ভর্তি আছেন শিল্পী। সোমবার বিকেলে মুখ্যমন্ত্রী হাসপাতালে গিয়ে চিকিৎসকদের কাছে প্রতুল মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার খোঁজ নেন। হাসপাতালে শিল্পীর কেবিনে বসে দীর্ঘক্ষণ সময় কাটালেন মুখমন্ত্রী। নতুন বছরের শুরুতেই হাসপাতালে ভর্তি করা হয় প্রতুল মুখোপাধ্যায়কে। তাঁর নাক দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল বলে জানা যায়। এইমুহূর্তে শিল্পী ভর্তি আছেন এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে। অন্যদিকে, হাসপাতালে চিকিৎসাধীন অন্যান্য রোগীর পরিজনরা দেখা করেন মুখ্যমন্ত্রী সঙ্গে। মুখ্যমন্ত্রী জানতে চান কে কেমন আছেন।