পুবের কলম, ওয়েবডেস্ক: কংগ্রেসে যোগ দিতে পারেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং সোনিয়া গান্ধীর সঙ্গে পিকের বৈঠকের পরদিনই জোরাল হচ্ছে জল্পনা। গতকাল রাহুলের বাসভবনের বৈঠকে সোনিয়াও ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বলে কংগ্রেস সূত্রের খবর। প্রায় ২ ঘণ্টা সোনিয়া এবং রাহুলদের সঙ্গে কথা হয় প্রশান্ত কিশোরের। তারপরই নাকি পিকের কাছে কংগ্রেসে যোগদানের প্রস্তাব এসেছে। এমনটাই দাবি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের। যদিও, এ বিষয়ে সরকারিভাবে কোনও তরফই মুখ খোলেনি।
প্রসঙ্গত, শরদ পওয়ার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের পর গতকালই রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভোটকুশলী। মঙ্গলবার দুপুরে একপ্রকার আচমকাই প্রাক্তন কংগ্রেস সভাপতির বাড়িতে হাজির হন পিকে। রাহুলের পাশাপাশি প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গেও কথা হয়েছে তাঁর। কংগ্রেস সূত্রের দাবি, ভারচুয়ালি বৈঠকে উপস্থিত ছিলেন সোনিয়াও। ২ ঘণ্টার বৈঠকে কংগ্রেস সভানেত্রীর কাছে নিজের পরিকল্পনা এবং দাবি-দাওয়ার কথা জানিয়েছেন পিকে। বিহারের এই ভোটকুশলী চান, একেবারে ব্লকস্তর থেকে কংগ্রেসের সংগঠনে পরিবর্তন হোক। কংগ্রেস সভাপতিকে পরামর্শ দেওয়ার জন্য ৯ সদস্যের বিশেষজ্ঞ দল তৈরি হোক।
পিকে-রাহুলের বৈঠকের কথা প্রকাশ্যে আসার পর প্রথমে মনে করা হচ্ছিল চব্বিশের লোকসভা নির্বাচনকে মাথায় রেখে মহাজোটের সলতে পাকাতেই কংগ্রেস নেতাদের দ্বারস্থ হয়েছেন প্রশান্ত কিশোর।