পুবের কলম ওয়েবডেস্কঃ রোমান ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসের কোলন ডাইভারটিকুলাইটিস সার্জারি সম্পন্ন হয়েছে ভ্যাটিকান সিটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।ইতালির রোমে একটি হাসপাতালে ভর্তি আছেন রোমান ক্যাথলিকদের ধর্মগুরু ৮৪ বছর বয়সী পোপ ফ্রান্সিস।
আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে জানা যায়, পেট ও মাথা ব্যাথাসহ বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিলে গত রবিবার (০৪ জুলাই) রোমের একটি হাসপাতালে ভর্তি হন পোপ ফ্রান্সিস। সেখানে তার অস্ত্রোপচার করা হয়।২০১৩ সালের পর এই প্রথম পোপকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভ্যাটিকান সিটি থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে পোপের ‘কোলন ডাইভারটিকুলাইটিস’ এর জন্য চিকিৎসা করা হচ্ছে। সেন্ট পিটার্স স্কয়ারে আশীর্বাদকালে পোপ ঘোষণা করেন, হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট ও স্লোভাকিয়ায় সফরে যাবেন তিনি।