পুবের কলম, ওয়েবডেস্ক: আগামী ১২ নভেম্বর হিমাচল প্রদেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে, গুজরাত নির্বাচনের দিন শীঘ্রই জানানো হবে, এমনটাই ঘোষণা করল নির্বাচন কমিশন।
শুক্রবার দিল্লিতে একটি সাংবাদিক বৈঠক করে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানান, ১২ নভেম্বর হিমাচল প্রদেশ বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। ৮ ডিসেম্বর ভোট গণনা। তবে গুজরাত বিধানসভার নির্বাচন কবে অনুষ্ঠিত হবে, সেই সম্পর্কে এদিন কিছু জানায়নি কমিশন।
মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার শুক্রবার সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, হিমাচল প্রদেশে আগামী ১৭ অক্টোবর নির্বাচন সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হবে। গুজরাত বিধানসভা ভোটের দিন কিছুদিনের মধ্যেই ঘোষণা করা হবে।
হিমাচল প্রদেশের ৬৮টি বিধানসভা আসনের জন্য ৫৫ লক্ষেরও বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। হিমাচলে এই বার প্রথম ভোটাধিকার প্রয়োগ করবে ১. ৮৬ লক্ষ নাগরিক, ৮০ বছরের উর্ধে রয়েছে ১.২২ লক্ষ, একশো বছরের বেশি বয়সের ভোটার রয়েছে ১১৮৪ জন।
২০১৭ সালের নির্বাচনে হিমাচল প্রদেশে ৬৮ বিধানসভার মধ্যে ৪৪টি আসনে জয়ী হয়েছিল বিজেপি। সেখানে কংগ্রেস পায় ২১টি আসন, নির্দল দুটি আসনে জেতে আর সিপিএম-এর কপালে একটি আসন জুটেছিল। শতাংশের দিক থেকে বিজেপি মোট বৈধ ভোটের ৪৮.৭৯ শতাংশ, কংগ্রেস ৪১.৬৮ শতাংশ, এবং নির্দলরা ৬.৩৪ শতাংশ ভোটে জয়ী হয়।
পাঁচ বছর আগের ধারা বজায় রেখে শুক্রবার শুধু হিমাচলের ভোটের দিনই ঘোষণা করল নির্বাচন কমিশন।