পুলিশ-কন্যাশ্রী যোদ্ধারা রুখে দিল নাবালিকার বিয়ে

জিশান আলি মিঞা, ডোমকল : ফের দুই নাবালিকার বিয়ে রদ করল মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লক প্রশাসন ও ব্লকের কন্যাশ্রী যোদ্ধা বাহিনীর সদস্যারা। জানা গিয়েছে হরিহরপাড়া বহড়ান গ্রামের এক ব্যক্তি  তাহাজুল সেখ তার মেয়ে তারানা খাতুনের বিয়ে ঠিক করেছিলেন একই ব্লকের রুকুনপুর এলাকায়। ষোলো বছর বয়সী তারানা খাতুন নিশ্চিন্তপুর হাইস্কুলের একাদশ শ্রেণির ছাত্রী। বুধবার ছিল তার বিয়ে। জানা গিয়েছে গোপনে অনাড়ম্বর ভাবেই বিয়ের আয়োজন করেছিলেন ওই নাবালিকার পরিবারের লোকেরা। কিন্তু গোপনে নাবালিকার বিয়ের খবর পেয়ে বুধবার দুপুরে ওই নাবালিকার বাড়িতে হাজির হন ব্লকের যুগ্ম বিডিও বিধান মৃধা, হরিহরপাড়া থানার আইসি অমিত নন্দী, কন্যাশ্রী যোদ্ধা বাহিনীর কো-অর্ডিনেটর জাকিরন বিবি সহ তার বাহিনীর সদস্যরা।  জানা গিয়েছে ওই একই ব্লকের মহিষমারা গ্রামেও এক নাবালিকার বিয়ের তোড়জোড় শুরু করেছিল তার পরিবারের লোকেরা। জানা গিয়েছে অনুশ্রী মন্ডল নামে বছর ষোলোর ওই নাবালিকা স্থানীয় মহিষমারা ঘোড়ামারা হাইস্কুলের একাদশ শ্রেণির ছাত্রী। ওই নাবালিকার অমতেই তার বাড়ির লোকেরা বিয়ের তোড়জোড় শুরু করেছিল। সেই খবরও পৌঁছয় ব্লকের কন্যাশ্রী যোদ্ধাদের কাছে। বুধবার ওই নাবালিকার বাড়িতেও যান ব্লকের কন্যাশ্রী যোদ্ধারা ও হরিহরপাড়া থানার পুলিশ। ব্লকের যুগ্ম বিডিও বিধান মৃধা জানিয়েছেন, দুই পরিবারের লোকেরাই তাদের মেয়ে সাবালিকা না হওয়া পর্যন্ত বিয়ে  দেবেন না বলে মুচলেকা দিয়েছেন।