দেবশ্রী মজুমদার, বীরভূম: ‘পুলিশ চিরদিন তার কাজ করে, তবে ২০১১’ সালের পর পুলিশ আরও মানবিক হয়েছে।’ রামপুরহাট মহকুমার বড়শাল গ্রাম পঞ্চায়েতের অধীন আপনার থানা আপনার পাড়ায় উদ্বোধনী অনুষ্ঠানে এসে এমন মন্তব্য করলেন বীরভূম জেলা পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী। হাইভোল্টেজ নন্দীগ্রাম নির্বাচনে বয়ালের ৭ নম্বর বুথে মুখ্যমন্ত্রীর চোখে চোখ রেখে এই নগেন্দ্র ত্রিপাঠী বলেছিলেন, ‘ম্যাডাম, খাঁকি উর্দিতে দাগ নেব না।’ তাঁর ওই মন্তব্য বিশেষভাবে নজর কাড়ে সবার। এবার এই জমানায় পুলিশ আরও মানবিক বলে আদতে মুখ্যমন্ত্রীর প্রশংসা করলেন তিনি বলে অনেকে মনে করছেন।
বড়শাল উচ্চবিদ্যালয়ের এই অনুষ্ঠানে জেলাপুলিশ সুপার ছাড়াও উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার আশীষ বন্দ্যোপাধ্যায়, অতিরিক্ত জেলা পুলিশ সুপার দীপক সরকার, রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক সায়ন আহমেদ, আইসি ত্রিদিব প্রামাণিক ও বড়শাল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস ভট্টাচার্য্য প্রমুখ।
অতিরিক্ত জেলা পুলিশ সুপার দীপক সরকার বলেন, পুলিশ ও জনসাধারণের মধ্যে সমন্বয় সাধন হলে অপরাধ কমবে। অনেক সমস্যা সহজেই কমে যাবে। আর সেই জন্য মুখ্যমন্ত্রী এই পাড়ায় থানা নিয়ে যাওয়ার কথা বলেছেন। অনেকেই থানা যেতে ভয় পেতেন। মহিলারা মুখ খুলে সব কথা বলতে পারতেন না। সোশ্যাল মিডিয়ায় আইডি হ্যাক করে কালিমালিপ্ত করার অপচেষ্টা হতে পারে। এজন্য পঞ্চায়েতে সাপ্তাহিক ক্যাম্পে মহিলা অফিসার থাকবেন। বয়স্ক মানুষ থানায় যেতে পারেন না। তাদের জন্য ক্যাম্প থাকবে। পাশাপাশি একইভাবে সাধারণের জন্য ক্যাম্প থাকছে। এই ক্যাম্পে যেকোনও স্থানীয় ছোটখাটো সমস্যার কথা জানানো যাবে। মিলবে আশু সমাধান। এর ফলে বন্ধ হবে গণ পিটুনি দিয়ে হত্যার প্রবণতা। এরকম ঘটনা ঘটলে কেউ যদি নিষ্ক্রিয়ভাবে শুধু ঘটনার সাক্ষী থাকে এবং পুলিশ প্রশাসনকে না জানায়, তাহলেও সেও আসামী হয়ে যেতে পারে। আপনাদের পাড়ায় বয়স্ক নিঃসঙ্গ মানুষ থাকতে পারেন। হয়তো তাঁদের ছেলে মেয়েরা বাইরে আছেন। তাঁদের কেউ দেখার নেই। অথচ তাঁরা অসুস্থ। আমাদের জানান।
জেলা পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী বলেন, ‘পাড়ায় কোনও সন্দেহজনক মানুষের গতিবিধি দেখলে পুলিশকে জানানো একান্ত কর্তব্য। এছাড়াও নাবালিকা বিবাহ, পণপ্রথা ও পথ নিরাপত্তা ইত্যাদি সামাজিক বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে পুলিশের পাশে থাকার আহ্বান জানান তিনি।
ডেপুটি স্পিকার আশীষ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বহু সরকার আমি দেখেছি। কিন্তু আপনার থানা আপনার পাড়ায় এমন ভাবনার বাস্তব রূপায়ণ আগে কখনও দেখিনি। মাস খানেক আগে মহম্মদ বাজারে একইভাবে এই আপনার থানা আপনার পাড়ায় উদ্বোধন হয়েছে। এযাবৎ এই জেলায় পনেরো থেকে ষোলোটি ক্যাম্পের উদ্বোধন হয়েছে। আগে পুলিশ মানে ছিল লাঠি, বন্দুক, প্রত্যাখান। এখন সেই ধারণা পাল্টেছে। এছাড়াও দুয়ারে সরকারে স্বাস্থ্য সাথী, অতিমারিতে দুয়ারে রেশন, স্টুডেন্টস ক্রেডিট কার্ড থেকে বহু মানবিক প্রকল্পকে মানুষের সঙ্গে যুক্ত করেছেন তিনি। এছাড়াও এদিন স্পর্শ প্রকল্পের আওতায় ছাত্র ছাত্রীদের হাতে পড়ার সামগ্রী এবং মহিলাদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়।