পুবের কলম ওয়েবডেস্কঃ প্রতি মাসের শেষ রবিবারে নিজের বিশেষ বেতার অনুষ্ঠান মন কি বাতে অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।নিজের ৭৯তম মন কি বাতে কার্গিলের স্মৃতিচারণা করলেন প্রধানমন্ত্রী। এইদিন মোদি দেশবাসীকে কার্গিলের বীরদেরকে সন্মান জানানোর আহ্ববান জানান। এইদিন প্রধানমন্ত্রী বলেন ”দেশের তেরঙ্গা যাঁরা উচিয়ে ধরে সেই বীরদের সন্মানে আবেগপ্রবণ হইয়ে পড়াটাই স্বাভাবিক। এই দেশভক্তি আমাদের ঐকবদ্ধ করবে”।
পাশাপাশি এইদিন তিনি উত্তরপূর্বের কৃষি নৈপুন্যের প্রশংসাও করেন। লোকাল ফর ভোকাল নিয়েও সরব হন তিনি। তাছাড়া অলিম্পিকে অংশগ্রহণকারীদের খেলোয়াড়দের মনোবল বাড়ানোর জন্যও দেশবাসীর কাছে আর্জি জানান তিনি।
এইদিন প্রধানমন্ত্রী বলেন ” আগামীকাল অর্থাৎ ২৬ জুলাই কার্গিল দিবস, এই কার্গিল যুদ্ধকে ভারতের সাহসিকতার প্রতীক হিসেবে দেখে সারা বিশ্ব। কার্গিলের বীরযোদ্ধদের প্রতি স্যালুট জানাতে চাই”।