পুবের কলম ওয়েবডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ বেতার অনুষ্ঠান মন কি বাত। প্রতিমাসের শেষ রবিবার নিজের বেতার অনুষ্ঠানে বিশেষ বার্তা দেন প্রধানমন্ত্রী।
জুন মাসের মন কি বাতের শুরুতেই সদ্য প্রয়াত কিংবদন্তী আ্যথলিট মিলখা সিংকে শ্রদ্ধা জানান মোদী। ৭৮ তম মন কি বাতে দেশের সর্বকালের সেরা অ্যাথলিটের সঙ্গে আলাপচারিতার অভিজ্ঞতাও দেশবাসীর সঙ্গে ভাগ করে নিলেন তিনি। সেই সঙ্গে আসন্ন টোকিও অলিম্পিকের জন্য ভারতীয় অ্যাথলিটদের আগাম শুভেচ্ছা জানালেন। তাঁর বিশ্বাস, বিশ্বমঞ্চে দেশের নাম উজ্জ্বল করবেন খেলোয়াড়রা।
উল্লেখ্য করোনাকে জয় করলেও পোস্ট কোভিড সিনড্রোম কেড়ে নেয় উড়ুন্ত শিখ মিলখা সিংকে।তাঁর স্ত্রীও প্রয়াত হন কোভিড আক্রান্ত হয়েই। গত ১৮ জুন দৌড় থামে মিলখার। এদিন মন কি বাতে স্মৃতিচারণায় মোদী বলেন “
মিলখা সিং যখন শেষবার হাসপাতালে ভরতি ছিলেন, তাঁর সঙ্গে কথা হয়েছিল। অনুরোধ জানিয়েছিলাম, অলিম্পিকে অংশ নেওয়া অ্যাথলিটদের উদ্বুদ্ধ করতে। তিনিই তো অনুপ্রেরণার প্রতীক। বছর কয়েক আগেও তাঁর সঙ্গে এক অনুষ্ঠানে দেখা হয়েছিল। তখনও তাঁর সঙ্গে আলাপচারিতার সুযোগ হয়। খানিকক্ষণ কথা বলেই বুঝেছিলাম, খেলা ও দেশের প্রতি তাঁর ভালবাসা ঠিক কতখানি।”