পুবের কলম, ওয়েবডেস্ক: ঘোড়ায় চেপে বিয়ে করতে অনেকেই যান। তবে গাড়ির বনেটের ওপর কনেকে বসিয়ে ফটোশ্যুট করতে কেউ দেখেছেন? পুণে থেকে সাসওয়াদ যাওয়ার পথে ডাইভ ঘাট এলাকায় এমনই দৃশ্য ফ্রেমবন্দি হয়েছে। আনন্দের সেই মুহূর্ত বেশিক্ষণ স্থায়ী হয়নি। কারণ কোভিডবিধিকে তোয়াক্কা না করেই ওয়েডিং ফটোশ্যুট করা হয়। মুখে মাস্কের বালাই নেই! নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই গাড়ির বনেটে বসে পড়েন তরুণী। কোভিড বিধি না মেনে গাড়ির বনেটে চেপে রাস্তায় বেরনোর জন্য মামলা দায়ের করল পুলিশ।
২১ শতকে ওয়েডিং ফটোশ্যুট। চমক থাকে পরতে-পরতে। প্রি-ওয়েডিং ফটোশ্যুট হোক কিংবা পোস্ট ওয়েডিং। বিশেষ মূহূর্তকে ক্যামেরাবন্দি করে সেই স্মূতিকে ধরে রাখতে চান বর-কনে সকলেই। তবে এক্ষেত্রে সম্পূর্ণ নতুন একটা ঘটনা। অভিনব কায়দায় ফটোশ্যুট করতে গিয়ে শেষ পর্যন্ত খারাপ অভিজ্ঞতার সাক্ষী হয়ে গেলেন পাত্রী ও তাঁর পরিবার। কেন? ওয়েডিং ফটোশ্যুটের জন্য সটান এসইউভি গাড়ির বনেটে চড়ে বসেছিলেন কনে। কোভিড বিধিনিষেধ না মেনে, মাস্ক না পরে চলছিল ফটোশ্যুট। এমনকি কোনও নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই গাড়ির বনেটে চড়ে বসেছিলেন তরুণী। বিয়ের আসরে বরের পাশাপাশি কনের আগমনও হয় বেশ চমকপ্রদ। কিন্তু এবার বেশি চমক দিতে গিয়ে মোটা টাকা লোকসান হয়ে গিয়েছে পাত্রী পক্ষের। বছর তেইশের ওই তরুণীর কাণ্ডকারখানা এর মধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
সেই দৃশ্য ভাইরাল হওয়ার কিছুক্ষণের মধ্যেই পুলিশের কাছে খবর যায়। মহারাষ্ট্রে যেখানে করোনা এমন ভয়াবহ পরিস্থিতি, সেখানে কোভিড বিধিনিষেধ না মেনে দিব্যি মাস্ক ছাড়াই বেরিয়ে পড়েছিলেন এই তরুণী। আর তার জেরেই জরিমানা দিতে হয়েছে তরুণীকে। তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে।