পুবের কলম,ওয়েবডেস্ক: আকাশে দুর্ঘটনা। ৯২ যাত্রী নিয়ে ভেঙে পড়ল সামরিক বিমান। সেনা আধিকারিক ১৭ জনের মৃত্যু নিশ্চিত করেছেন। রবিবার দুর্ঘটনাটি ঘটে জোলোর দক্ষিণ দ্বীপে। ফিলিপাইনের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল সিরিলিটো সোবেজানা বলেছেন, C-130 বিমানটি নামার চেষ্টা করার সময় একটি রানওয়ে দুর্ঘটনা ঘটে। নামার সময় জঙ্গি সংগঠনের ঘাঁটি পাতিকুল শহরের ব্যাংকুল গ্রামে কাছে বিমানটি ভেঙে পড়ে। বিমানে থাকা ৪০ জনকে বাঁচানো সম্ভব হয়েছে। তাদের চিকিৎসা চলছে।
জেনারেল সোবেজানা বলেছিলেন, “আমরা যাত্রীদের উদ্ধারে যথাসাধ্য চেষ্টা করছি, আমাদের গ্রাউন্ড কমান্ডাররা ইতিমধ্যে সেখানে রয়েছেন।”
কর্মকর্তারা জানিয়েছেন, সি -130 হারকিউলিস বিমানটিতে কমপক্ষে ৮৪ জন সৈন্য, তিনজন বিমান চালক এবং পাঁচ জন ক্রু সদস্য, পাশাপাশি পাঁচটি সামরিক গাড়ি ছিল।
আমেরিকান-নির্মিত টার্বোপ্রপ, সি -130 বিশ্বজুড়ে মিলিটারি দ্বারা ব্যবহৃত হয় এবং কখনও কখনও কয়েক দশক ধরে পরিষেবাতে থাকে।