পুবের কলম, ওয়েবডেস্ক: গোটা বিশ্বজুড়ে করোনা ভাইরাসের ত্রাস এখনও অব্যাহত। কখনও গ্রাফ নিম্নমুখী আবার কখনও উর্ধমুখী। দ্বিতীয় তরঙ্গ থেকেই রেহাই মেলেনি কোনও দেশের। এই অবস্থায় সংক্রমণের হাত থেকে মুক্তি পেতে ভ্যাকসিনই একমাত্র দাওয়াই বলেছেন বিশেষজ্ঞরা। কিন্তু মানুষের মধ্যে ভ্যাকসিন নেওয়া নিয়ে নানারকম, ভয়, ভীতি, ফোবিয়া তৈরি হয়েছে। এই অবস্থায় আমজনতাকে ভ্যাকসিনমুখী করতে বিভিন্ন ধরনের পন্থা অবলম্বন করেছে বিভিন্ন দেশের সরকার। কোথাও শুরু হয়েছে করোনা লটারি। টিকা নিলে সবেতন ছুটি থেকে, আবাসনের সঙ্গে গরু, মুরগি সব বিনামূল্যে দেওয়া হচ্ছে। তবে এবার সেই সব দিকে না গিয়ে, টিকা না নিলে জেলে ঢোকানোর হুঁশিয়াড়ি দিলেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রুদ্রিগো দুতার্তে। দেশের জনগণকে করোনা টিকা নেওয়ার জন্য হুমকি দিয়ে তিনি বলেছেন, ‘টিকা নিন নয়তো জেলে যান’।
করোনা সংকটে ফিলিপাইন। দ্বিতীয় ঢেউতে বেড়েছে আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যেই সীমান্ত বন্ধ করে দিয়েছে ফিলিপাইন সরকার। গত সোমবার দুতার্তে বলেছেন, আপনাকে বেছে নিতে হবে যে, আপনি টিকা নেবেন, না আমি জেলে পাঠাব।
এ বছরের মার্চ মাস থেকে ফিলিপাইনে টিকা দেওয়া শুরু হয়েছে। কিন্তু সে দেশের বিভিন্ন টিকা কেন্দ্রে টিকা নিতে আসা লোকজনের সংখ্যা অনেক কম। একাংশ মানুষের মধ্যেই শুরু হয়েছে টিকাফোবিয়া। এবার সেই সমস্যা দূর করতে কড়া হাতে ব্যবস্থা নিল ফিলিপাইন সরকার।