পুবের কলম ওয়েব ডেস্ক: দিনে দিনে বেড়ে চলেছে পেট্রোল ডিজেলের দাম। করোনা কালে এভাবে দাম বৃদ্ধিতে নাজেহাল সাধারণ মানুষজন। আন্তর্জাতিক বাজারে পেট্রোল ডিজেলের দাম নিয়ন্ত্রণে তখন ভারতের বাজারে এভাবে দাম বৃদ্ধিতে চরম সমস্যায় ভুগছেন সাধারণ মানুষের পাশাপাশি পাম্প মালিকরাও।এর প্রতিবাদে নেমেছে রাজনৈতিক দলগুলিও। এবারে সাইকেল চালিয়ে অভিনব কায়দায় প্রতিবাদে নামলেন রাজ্যের মন্ত্রী তথা সিঙ্গুরের বিধায়ক বেচারাম মান্না। সাইকেল চালিয়ে সুদূর সিঙ্গুর থেকে কলকাতায় আসছেন তিনি। বিধানসভায় তার গন্তব্য এদিন সকাল ৮ টায় সিঙ্গুর থেকে রওনা দিয়েছেন। বেলা ১২ টায় বিধানসভায় পৌঁছানোর কথা রয়েছে তার। জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে দুদিন আগেই প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে কেন্দ্র সরকারের কর নীতিকেই দায়ী করেছেন তিনি। এদিনে বেচারাম মান্নার এই প্রতিবাদে ছিলেন অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা। তবে বিরোধীদের মতে কেন্দ্র রাজ্য দুই সরকারের জন্যই এই দাম বৃদ্ধি।